মাদারীপুরের শিবচরের চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১ টার সময় শিবচর উপজেলার রাজার চর শরীফকান্দি এলাকায় অভিযান চালিয়ে Yamaha কোম্পানির R15 v3 মডেলের একটি চোরাই মোটরসাইকেল সহ সাইমুন হাওলাদার (৩৫) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাইমুন রাজারচর শরীফ কান্দি এলাকার আলতাফ হাওলাদারের ছেলে।
অভিযানের নেতৃত্বে থাকা মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম খান বলেন,'গ্রেফতারকৃত ছাড়া চুরির সাথে জড়িত থাকায় একই গ্রামের আছিম বেপারীর কান্দির মোঃ দলিল উদ্দিন মোল্লার ছেলে সাদ্দাম মোল্লা (২৬) ও একই এলাকার মাঈনুদ্দিন মুন্সির ছেলে মাসুম মুন্সী (২৫) এর বিরুদ্ধে শিবচর থাকায় মামলা প্রক্রিয়াধীন।
এমআর