কক্সবাজারের টেকনাফে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মো.আবছার নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে টেকনাফের হ্নীলা ইউপির অন্তর্গত পশ্চিম সিকদার পাড়া এলাকার আবু তৈয়বের বসত বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মো.আবছার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা আবু তৈয়ুবের পুত্র ও হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।
স্থানীয়রা পরিবারের বরাত দিয়ে সময়ের কন্ঠস্বরকে জানান, নিহতের বড় ভাই ঠিক মত লেখাপড়া করার জন্য বকাঝকা করে। সে কারণে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র আবছার রাগের মাথায় বর্ষবর্তী হইয়া সোমবার রাতের যে কোনো সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি সময়ের কন্ঠস্বরকে বলেন, খবরটি শুনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর মাদ্রাসা ছাত্রের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এমআর