এইমাত্র
  • আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন
  • ৫২ বছরের ইতিহাসে যশোরের তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি
  • সৌদিতে ব্যাপক বৃষ্টিপাত, বিভিন্ন স্থানে বন্যা
  • ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
  • অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ৫৪ বছরের ইতিহাস ভেঙে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
  • দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
  • নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর
  • ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ
  • আজ বুধবার, ১৭ বৈশাখ, ১৪৩১ | ১ মে, ২০২৪
    বিনোদন

    সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম

    সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম

    সিনেমা নিয়ে রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন চিত্রনায়ক আদর আজাদ। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় আদর আজাদ ও পূজার লিপস্টিক আলোচনার কেন্দ্রে থাকলেও ছবিটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র- এমনই দাবি নায়কের। নিজের সব টাকা দিয়ে ছবি বানিয়েছেন, মায়ের টাকাও বিনিয়োগ করেছেন- অথ সেই ছবি রাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা আদর আজাদ।

    এর কারণ হিসেবে আদর বলছেন অনন্য মামুনের কথা। যিনি শাকিব খানের প্যান ইন্ডিয়ান ছবি বানিয়েছেন। সেই ছবির গল্প লিপস্টিক সিনেমার অনুকরণে করা। তো আগেই যদি লিপস্টিক রিলিজ হয়ে যায় তাহলে দরদ সিনেমার ওপর প্রভাব পড়বে।

    আদর বলেন, যে জায়গায় আমি তিনদিন আগ পর্যন্ত জানি আমার এতোগুলো হল, কী পরিমাণ হল পাচ্ছি। সেটা ঘটেনি, বিভিন্নভাবে হয়ে ওঠেনি। আমার জোরে ছবিটা আমি বানিয়েছি। এখনো টুইস্ট পার্ট হচ্ছে আমার গল্পের সঙ্গে আরেকটা সিনেমার গল্পের মিল আছে। আমরা যখন গল্পের শুটিং শুরু করেছি, তখনো কিন্তু সেই গল্পের শুটিং শুরু হয়নি। এবং আপনারা জানেন সেন্সর বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের আতকানোর চেষ্টা করা হয়েছে। যে যে জায়গায় কারেকশন দিয়েছে, আমরা করে দিয়েছি কিন্তু...

    আমেরিকান এক ইউটিউবার লিপস্টিক আর দরদ পাশপাশি দেখে বেশকিছু কথা বলছে কিন্তু। সে নাকি বলছে আমাদের গল্প আর দরদের গল্প এক। আমার তো একটা বড় ব্বিন্যোগ এখানে হয়ে গেছে। আমি তো বলছি ঈদে আমি আসবো, এখন যদি আমি তাদের আগে চলে আসি, বিষয়টা কী হবে?

    অনন্য মামুনের উদ্দেশ্যে বলেন, আপনি তো ভাই প্যান ইন্ডিয়ান ছবি বানাইছেন। আপনার তো ওভারসিজ মার্কেট, এই মার্কেটে ডিস্টার্ব করার দরকার নেই। ১৩ টা ১৪ টা ছবি আসতেছে সবাই এখন মাশল পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, টাকার পাওয়ার খাটাইতেছে। কিন্তু আমি তো আমার সবকিছু উৎসর্গ করে এই ছবিটা করছি, তাহলে আমি কই যাবো? শুধু আমার টাকা না, আমার মায়ের টাকা পর্যন্ত এই ছবিতে লগ্নি করা আছে।

    আদর জানান শুধু নিজের টাকা না, নিজের গাড়ি বিক্রি করে, মায়ের জমানো টাকা সব বিক্রি করে এই ছবিটা বানিয়েছেন।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…