এইমাত্র
  • ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা?, প্রশ্ন পরীমণির
  • বাংলা একাডেমি পুরস্কারের নামের তালিকা স্থগিত
  • জন সম্পৃক্ত এবং গুরুত্ব বুঝে প্রকল্প নিতে হবে: উপদেষ্টা ফারুক
  • কাঁচা শাক-সবজি খেয়েই ১০ বছর ধরে বেঁচে আছেন ‘সিরাজী’
  • মহিলা লীগ নেত্রী পাখি গ্রেফতার
  • নওগাঁয় মিলছে না মেনিনজাইটিস টিকা, দুশ্চিন্তায় হজ যাত্রীরা
  • মিছিল করে আতঙ্ক সৃষ্টির অভিযোগ: নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক
  • বিএনপি দেশের প্রতিটি ক্লান্তি লগ্নে হাল ধরেছে: নাজমুল হাসান অভি
  • ভাই ইমোশনাল হয়ে পোস্ট দিয়েছে, অভিনয় ছাড়বো বলিনি: তামিম মৃধা
  • রাব্বি হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম অন্যথায় থানা ঘেরাও
  • আজ রবিবার, ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫
    জাতীয়

    পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম

    পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০১:০৮ পিএম

    এবছর রাজধানীর রমনায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রমনা পার্কে বর্ষবরণের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    ‘পহেলা বৈশাখ বাঙালি জাতির অসম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ’ মন্তব্য করে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘এটার ওপর বারবার আঘাত এসেছে। সহিংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। সেজন্য সবকিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনার ব্যবস্থা করা হয়েছে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট হামলার শঙ্কা আমার কাছে নেই। আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি।’

    পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে রমনা পার্কে আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘এরপর আর কেউ প্রবেশ করতে পারবেন না। তবে সন্ধ্যার আগে সবাইকে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।’

    দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘রমনায় আগতদের অভ্যর্থনা জানানোর জন্য টুরিস্ট পুলিশ বুথ রয়েছে। লেক এলাকায় নিরাপত্তা দিতে নৌ পুলিশের টহল রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাময়িক মেডিকেল সেন্টার স্থাপন করা হয়েছে। রক্তদানের ব্যবস্থা আছে। বিনামূল্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম থেকে সুপেয় পানি বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।’

    শনিবার বিকেল থেকে রমনা এলাকায় বেশকিছু সড়কে ডাইভারশন দেওয়া হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা গাড়ি চালাবেন, তাদের প্রতি অনুরোধ থাকবে পুলিশকে সহযোগিতা করবেন, নির্দেশনা মেনে চলবেন। আর দর্শনার্থীদের অবগতির জন্য জানাচ্ছি, প্রত্যেকটি ফটকে নিরাপত্তার জন্য তল্লাশি করা হবে। প্রত্যেকটি পয়েন্টের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। বোম ডিস্পোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। তারা ইতোমধ্যে মহড়া করেছে।’

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…