এইমাত্র
  • অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
  • ৫৪ বছরের ইতিহাস ভেঙে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
  • দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব!
  • নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর
  • ফিলিস্তি’নিদের সমর্থনে মালয়েশিয়ায় কেএফসি বয়কট, শতাধিক আউটলেট বন্ধ
  • মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু
  • ৩৫ বছরের ইতিহাসে দেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
  • গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • বিরামপুরে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
  • আজ মঙ্গলবার, ১৭ বৈশাখ, ১৪৩১ | ৩০ এপ্রিল, ২০২৪
    দেশজুড়ে

    ক্লাস ফাঁকি দিয়ে পালাতে গিয়ে রডে আটকে গেল হাত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম

    ক্লাস ফাঁকি দিয়ে পালাতে গিয়ে রডে আটকে গেল হাত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১০:৩৭ পিএম

    ক্লাস ফাঁকি দিয়ে স্কুল পালাতে গিয়ে লোহার রডে হাত আটকে জখমের শিকার হয়েছে এক শিশু।

    আজ বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বরিশাল জিলা স্কুলে ঘটে এই ঘটনা। ওই ছাত্রের নাম তানভীরুল ইসলাম(১১)। অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে না পেরে পরে ফায়ার সার্ভিসের একটি দল তাকে এসে উদ্ধার করে।

    স্থানীয়রা জানান, রডে আটকে গিয়ে হাত থেকে অনেক রক্ত ঝড়ে তানভীরের। সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কোনোভাবেই আটকে পড়া হাত রড থেকে ছাড়াতে পারছিলেন না। নিরুপায় হয়ে ফায়ার সার্ভিসকে ফোন করে স্কুল কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে এসে ওই ছাত্রকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে যায়। তারা সেখানে গিয়ে ওই শিক্ষার্থীর হাত গেট থেকে ছাড়িয়ে আনে। এরপর তানভীরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বুধবার বরিশাল জিলা স্কুল থেকে পালাতে গিয়ে বাউন্ডারি ওয়ালের গেটে একজন ছাত্রের হাত আটকে যায়। এ সময় গেটের রড ওই শিক্ষার্থীর হাতে ঢুকেও যায়। পরে স্কুল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে ফোন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

    বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা বলেন, একজন ছাত্র ক্লাস চলাকালীন ক্যাম্পাসের বাইরে বের হওয়ার জন্য বাউন্ডারি টপকে যাওয়ার সময় তার হাত গেটে আটকে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে রড কেটে ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

    তিনি আরও বলেন, ছাত্রের পরিবারকে খবর দিয়ে ঘটনা জানানো হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…