এইমাত্র
  • হংকংয়ে এক রাতে ১০ হাজার বার বজ্রপাত
  • ফার্মেসির ওষুধ চুরি করে চাকরি হারান মিল্টন সমাদ্দার
  • মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি
  • খালেদা জিয়া সিসিইউতে
  • মোহাম্মদপুরে ড্রেন খোঁড়ার সময় গ্রেনেডসদৃশ বস্ত উদ্ধার
  • চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১
  • মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
  • বন্ধুদের সঙ্গে গ্রামের নদীতে মাশরাফির কাঁদা মাখামাখি
  • চট্টগ্রামের উদ্দেশে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ
  • আবারও হাসপাতালে খালেদা জিয়া
  • আজ বৃহস্পতিবার, ১৮ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪
    দেশজুড়ে

    যশোরে জামিনদারের মাথা ফাটালো সুদে কারবারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম

    যশোরে জামিনদারের মাথা ফাটালো সুদে কারবারি

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম

    যশোর শহরের খড়কির আপন মোড়ে সুদে টাকার জামিনদার নুরুজ্জামানকে (৪২) লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটানো হয়েছে। সুদের টাকা না পাওয়ার জের ধরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাদল তাকে পিটিয়ে জখম করে বলে ভুক্তভোগীর অভিযোগ। আহত নুরুজ্জামান খড়কি বামনপাড়ার নুর ইসলামের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    আহত নুরুজ্জামান জানিয়েছেন, আপন মোড়ে তার মায়ের দোয়া নামে গ্রেট-গ্রিল তৈরির ওয়ার্কশপ রয়েছে। তার প্রতিষ্ঠানের পাশে রিক্সার গোডাউন করে কেশবপুর উপজেলা শহরের আবুল কালাম নামে এক ব্যক্তি।

    নুরুজ্জামান আরও জানান,আবুল কালাম ১ বছর আগে খড়কির আপন মোড় এলাকার আতা মোক্তারের ছেলে বাদলের কাছ থেকে দেড় লাখ টাকা সুদ হিসেবে গ্রহণ করেন। চুক্তি ছিলো প্রতি সপ্তাহে সুদ পরিশোধ করবেন ৪৫শ' টাকা। তিনি ( নুরুজ্জামান) সুদে টাকার জামিনদার ছিলেন।

    নুরুজ্জামান জানান, কয়েক মাস আগে আবুল কালাম পালিয়ে যান। এরপর থেকে সুদে কারবারি বাদল টাক পরিশোধ করার জন্য তাকে (নুরুজ্জামান) নানাভাবে চাপ সৃষ্টি করছে। চাপ সহ্য করতে না পেরে সম্প্রতি তার সন্তানের চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা বাদলের হাতে তুলে দেন। বাকি টাকার জন্য প্রায় তাকে হুমকি ধামকি দেয়া হচ্ছিলো। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে সুদে কারবারি বাদল তার ওয়ার্কশপে এসে টাকা দেয়ার জন্য চাপাচাপি করতে থাকে। টাকা না দিতে না পারায় তাকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে বাদল। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

    সার্জারি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শুভাশিষ সরকার জানান, আহত নুরুজ্জামানের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সিটিস্ক্যান করার পর আঘাতের গভীরতা নিশ্চিত হওয়া যাবে। এদিকে আহতের স্ত্রী নাসিমা বেগম জানান, তার স্বামী নুরুজ্জামানের ওপর হামলাকারী বাদল একজন চিহ্নিত সুদখোর। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করবেন জানিয়েছেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…