এইমাত্র
  • সিরাজগঞ্জে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে গেলেন ইসি রাশেদা
  • শনিবার বন্ধ থাকছে দেশের যেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান
  • পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
  • পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২০
  • এসএসসি পরীক্ষার ফল ১২ মে
  • খালেদা জিয়া তত্বাবধায়ক সরকারের মামলায় গ্রেফতার এবং বন্দি: কাদের
  • দুপুরে যে ৬ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা
  • জয়দেবপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ৪
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এবার বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
  • কারামুক্ত হলেন হেফাজত নেতা মামুনুল হক
  • আজ শনিবার, ২০ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪
    দেশজুড়ে

    কক্সবাজারে সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা দাবি করে ‘টায়ার রাশেদ’

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

    কক্সবাজারে সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা দাবি করে ‘টায়ার রাশেদ’

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

    সামাজিক যোগাযোগ মাধ্যমে (হোয়াটসঅ্যাপ) অডিও রেকর্ড পাঠিয়ে ব্ল্যাকমেইল করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে কক্সবাজারের উখিয়ার টায়ার রাশেদ নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি অনলাইন নিউজ পোর্টাল খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এমন চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ‘জেএসআর’ স্টুডেন্ট গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন।

    সোমবার (২২ এপ্রিল) বিকাল ৫ টার দিকে ‘রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র কোর্ট বাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জেএসআর’ স্টুডেন্ট গ্রুপের চেয়ারম্যান জসিমউদ্দীন এমনটাই দাবি করেন।

    সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, মোহাম্মদ রাশেদ (প্রকাশ টায়ার রাশেদ) গত ১১ এপ্রিল সন্ধ্যায় সাংবাদিক পরিচয়ে আমাকে ফোন করে আমাদের শপিংমলে আসেন এবং বিভিন্ন বিষয়ে ব্লাকমেইল করে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁহিদা মতো টাকা না দেওয়ায় প্রতিষ্টানের নামে মিথ্যা-ভিত্তিহীন সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ফিরে যান। পরে একইদিন রাত ১টায় আমাকে টাকা নিয়ে তার ধুরুমখালী অস্থায়ী অফিসে আসতে বলেন। আমি চাঁদার টাকা না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম (হোয়াটসঅ্যাপে) আবারো টাকা দাবি করে একটি স্যাম্পল অডিও রেকর্ড পাঠিয়েছে বলে মেসেজ করে হুমকি দেন। যার স্কিনশর্ট আপনারা দেখেছেন। চাঁদার টাকা দাবি করার মেসেজটি সে নিজে ডিলিট করে দিয়েছেন। এরপর থেকে বিভিন্ন সময় রাশেদ সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদার টাকা দাবি করলে আমি উখিয়ার বিভিন্ন সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে টাকা না দিয়ে আইনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন এবং রাশেদ নামের কোন গণমাধ্যমকর্মী উখিয়াতে নাই বলে জানান। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠান চাঁদা দাবির সব তথ্য নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

    তিনি আরোও বলেন, কিছু অপসংবাদিক আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। তাদের মধ্যে সাংবাদিক পরিচয়দানকারী রাশেদ তার নিজস্ব গণমানুষের দর্পন নামের একটি অনিবন্ধিত ভুয়া নিউজ পোর্টালে আমাদের নামে মিথ্যা, ভুয়া, ভিত্তীহীন গুজব প্রচার করে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। চাঁদা না পেয়ে অপপ্রচারকারী ভুয়া সাংবাদিক রাশেদ যে ১ কোটি ৯৮ লক্ষ টাকা অডিট রির্পোট বলে প্রচার করেছে সেটির কোন সত্যতা নেই। ১ কোটি ৯৮ লক্ষ টাকা কোন খাতে ব্যয় হয়েছে আমার কাছে সবগুলো ডকুমেন্টস আপনারা দেখেন। এই ব্যয়গুলো প্রতিষ্ঠানের জন্য হয়েছে। এইটাকে দুর্নীতি বলে অপপ্রচার চালাচ্ছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্যদের অভিযোগ, উখিয়ায় সাংবাদিক পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের কোম্পানির নামে প্রথমে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে; আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিকভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট।

    প্রতারক থেকে সকলকে সচেতন থাকার অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, আমাদের শেয়ারহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের এ সকল ভিত্তিহীন বিষয়ের কর্ণপাত না করে বিচলিত না হয়ে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…