এইমাত্র
  • নারী-পুরুষ সবারই হতে পারে স্তন ক্যান্সার
  • পল্লী বিদ্যুতে ২য় দিনের কর্মবিরতি চলছে, দেশজুড়ে বিদ্যুৎসেবা বিঘ্নের শঙ্কা
  • সিলেটে ৬ ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টি
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
  • উখিয়ায় ফেইসবুক পেইজ খুলে অপপ্রচার, যুবকের বিরুদ্ধে মামলা
  • সাতক্ষীরায় ব্যবসার টাকা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইকে কুপিয়ে হত্যা
  • স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে বেরোবি ছাত্রলীগের সমাবেশ
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থীর ইশতেহার ঘোষণা
  • ২৫ বছরের মধ্যে বিয়ে না করলে রয়েছে শাস্তির বিধান
  • টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ত্ব রাখতে ভারতে আইনজীবী নিয়োগ
  • আজ সোমবার, ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪
    বিনোদন

    মদ্যপ ছিলেন শিবা, জয়ের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পিএম

    মদ্যপ ছিলেন শিবা, জয়ের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৯ পিএম

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অভিনয়শিল্পীদের মারধরের শিকার হয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের। এসময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন। না যেতে চাইলে তাকে ধাক্কা দিয়ে অফিসে থেকে বের করে দেন। এসময় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে শিবা শানুকে থামাতে চান।

    তখনই শিল্পী সমিতির আরেক নেতা চিত্রনায়ক জয় চৌধুরী ‘মার মার’ বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রক্তাক্ত হন কয়েকজন সাংবাদিক।

    আহতদের একজন খবরের কাগজের সাংবাদিক মিঠুন আল মামুন বলেন, আমি একজন শিল্পীর সাক্ষাৎকার নিচ্ছিলাম। এ সময় খল অভিনেতা শিবা শানু আমাকে জিজ্ঞেস করে কেন সাক্ষাৎকার নিচ্ছি। এরপরই তিনি আমার ওপর হামলা চালান। মারধর শুরু করেন। এ সময় কয়েকজন সাংবাদিক এগিয়ে এলে জয় চৌধুরী অশ্লীল গালি দিয়ে জুনিয়র শিল্পীদের মারধর করতে নির্দেশ দেন। জয় ও শিবা শানুর নেতৃত্বেই আমাদের উপর হামলা চালিয়েছে তারা। আমার ধারণা শিবা শানু মদ্যপ ছিলেন।

    মিঠুন বলেন, জুনিয়র শিল্পীরা যে যেভাবে পেরেছে মারধর শুরু করে। চেয়ার উঠিয়ে মেরেছে, ক্যামেরা ভাঙচুর করেছে। আমাদের ক্যামেরা পার্সনের মাথায় ৭টি সেলাই পরেছে। এমন আরো অনেকেই আহত হয়েছে। এছাড়া বাংলাভিশন, দেশ টিভি, ভোরের কাগজসহ অন্যান্য গণমাধ্যমের বেশ কয়েকজন আহত হয়েছে।

    ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক হামলায় জয় চৌধুরী, শিবা শানু ও অভিনেতা আলেকজান্ডার বো-এর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা এই তিনজন শিল্পীর বহিস্কারের দাবি জানিয়েছেন।

    এ ঘটনায় চিত্রনায়ক জয় চৌধুরী বলেছেন, কয়েকজন সমিতির দেয়াল টপকে শিবা সানু ভাইকে মারার জন্য আসছিল তখন আমি ঠেকাতে না পেরে এগ্রেসিভ হয়ে গেছি। বাট তারা আমার কোনো পরিচিত সাংবাদিক ছিল না।

    প্রসঙ্গত, এদিকে এ ঘটনার পরপরই এফডিসিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…