এইমাত্র
  • দিল্লিতে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতলেন মিথিলা
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
  • নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ নিহত ৪
  • জমে উঠেছে বিরামপুর উপজেলা নির্বাচন
  • সৌদিতে ইসরাইলবিরোধী পোস্ট করলেই গ্রেফতার
  • নাটোরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু
  • আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ
  • মাদারীপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • সন্ধ্যার মধ্যে বজ্রসহ ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
  • ৭ থেকে ৯ শতাংশ বাড়ছে রেলের ভাড়া
  • আজ শনিবার, ২১ বৈশাখ, ১৪৩১ | ৪ মে, ২০২৪
    ফিচার

    নারী চিকিৎসকের চিকিৎসায় রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি: গবেষণা

    ফিচার ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ এএম
    ফিচার ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ এএম

    নারী চিকিৎসকের চিকিৎসায় রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি: গবেষণা

    ফিচার ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৭ এএম
    ছবি: সংগৃহীত

    নারীরা চিকিৎসা ক্ষেত্রে অনেক অবদান রাখছে এটা অকপটে বলা যায়। এবার জানা গেল নতুন তথ্য। গবেষণা বলছে, নারী চিকিৎসকের সেবা নেওয়া রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। বুধবার (২৪ এপ্রিল) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    চিকিৎসা ও গবেষণাবিষয়ক জার্নাল ‘অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন’ জানিয়েছে, নারী চিকিৎসকদের কাছে চিকিৎসা নেওয়া রোগীদের মৃত্যুহার কম। এমনকি নারীদের কাছে চিকিৎসা নেওয়া রোগীদের পুনরায় হাসপাতালে ভর্তির সম্ভাবনাও কম।

    সংবাদমাধ্যম জানিয়েছে, ১০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে এ গবেষণা চালানো হয়েছে। এ সময়ে ৭ লাখ ৭৬ হাজার রোগীর ওপর এ গবেষণা চালানো হয়। এরমধ্যে ৪ লাখ ৫৮ হাজার ১০০ নারী ও তিন লাখ ১৮ হাজার ৮০০ জন পুরুষ ছিলেন।

    ওই গবেষণার ফলে বলা হয়েছে, নারী চিকিৎসকদের কাছে চিকিৎসা নেওয়া রোগীদের মৃত্যু ও পুনরায় হাসপাতালে ভর্তি হওয়ার হার কম ছিল।

    এতে দেখা গেছে, নারী চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া নারী রোগীদের মধ্যে মৃত্যুর হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে পুরুষ চিকিৎসকের কাছে নারী চিকিৎসা নেওয়া রোগীর মৃত্যুর হার ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ।

    অন্যদিকে নারী চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া পুরুষ রোগীদের মৃত্যুর হার ছিল ১০ দশমিক ১৫ শতাংশ। আর পুরুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া পুরুষ রোগীদের মৃত্যুর হার ছিল ১০ দশমিক ২৩ শতাংশ।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়োসুকে তুগাওয়া নামের এক গবেষক বলেন, নারী চিকিৎসকরা ভালো মানের চিকিৎসা দিয়ে থাকেন। সামাজিক দিক দিয়ে নারী চিকিসৎকদের দিয়ে চিকিৎসা করালে রোগীরা লাভবান হন।

    বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের সঙ্গে কথা বলার সময়ে নারী চিকিৎসকরা বেশি সময় ব্যয় করেন। তারা রোগীদের রোগ নিয়ে ভালোভাবে খোঁজ নেন। এছাড়া নারী রোগীরা নারী চিকিৎসকদের নিয়ে চিকিৎসা সেবা নিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…