এইমাত্র
  • সশস্ত্র বাহিনীকে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী
  • হিলিতে ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ
  • আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নেই: কাদের
  • হজ্বের ঐতিহাসিক ইতিহাস
  • রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থী নিহত
  • গরমে বাহিরে যাওয়ার আগে যেভাবে নেবেন নিজের যত্ন
  • ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯
  • পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • বরগুনায় নিখোঁজের ১১ ঘন্টা পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • আজ রবিবার, ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪
    বিনোদন

    আবারও ঢাকার সিনেমায় পাওলি দাম

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম

    আবারও ঢাকার সিনেমায় পাওলি দাম

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম

    হাসিবুর রহমান কল্লোলের ‘সত্তা’ সিনেমার মধ্যদিয়ে প্রথমবার ঢাকাই চলচ্চিত্রে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান।

    কলকাতার এই নায়িকাকে আবারও দেখা যাবে ঢাকাই সিনেমায়। ফাখরুল আরেফীন খানের চতুর্থ সিনেমা ‘নীল জোছনা’য় অভিনয় করবেন পাওলি। তাকে দেখা যাবেন সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়।

    বুধবার (২৪ এপ্রিল) কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন। খুব শিগগির তা চুড়ান্ত করে জানাবেন তিনি।

    সরকারি অনুদানের এই সিনেমাটি মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে নির্মিত হচ্ছে।

    আবারও বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছি, যেহেতু তখনও মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল। বলা যায়, এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে।’

    নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘নীল জোছনা’ সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার ‘জেকে ১৯৭১’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারও গত বছরের শুরু থেকে কাজটি শুরু করি।’

    নতুন এই সিনেমায় পাওলি দাম প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’

    নির্মাতা জানান, ‘নীল জোছনা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে, একটানা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…