এইমাত্র
  • যেসব অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’
  • ভ্রমণ ভিসায় বাংলাদেশিদের ওপর ৩ দিনের নিষেধাজ্ঞা দিল ভারত
  • মেসির চুক্তির সেই ন্যাপকিন পেপার নিলামে, বিক্রি ১১ কোটি টাকায়
  • কানে কাতান মিডি ড্রেসে মুগ্ধতা ছড়ালেন ভাবনা
  • কান উৎসবে হাজির হলেন অন্তঃসত্ত্বা বাংলাদেশি অভিনেত্রী
  • ইসরায়েলের বিস্ফোরক বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন
  • সরকারের ধারাবাহিকতার কারণে এতো উন্নয়ন: কাদের
  • চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
  • টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
  • কোরবানির বাকি এক মাস, খামারে এখনই গরু বিক্রির ধুম!
  • আজ শনিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৮ মে, ২০২৪
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে হিট স্ট্রোকের ভয়ে রাতে ধান কাটছেন কৃষকরা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম

    কিশোরগঞ্জে হিট স্ট্রোকের ভয়ে রাতে ধান কাটছেন কৃষকরা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৪, ১১:৫৭ পিএম

    দিনভর প্রখর রোদ আর তীব্র তাপপ্রবাহের কারণে রাতে ধান কাটছেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের কৃষকরা। তাপ প্রবাহের মধ্যে কৃষকরা মাঠে ধান কাটতে গেলে হিট স্ট্রোক করতে পারেন- এমন শঙ্কায় কৃষকরা দিনের বেলা ধান কাটতে পারছেন না তাই বাধ্য হয়ে রাতে ধান কাটছেন তাঁরা।

    শনিবার (০৩ মে) সন্ধ্যা ৭ টার দিকে সরেজমিনে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামে গিয়ে দেখা যায়, ফসলি মাঠে কৃষকদেরকে টর্চ লাইট জ্বালিয়ে ধান কাটতে। তবে প্রচণ্ড গরমের কারণে মৌসুমি শ্রমিকরা ঘর থেকে বের হচ্ছেন না। এমন পরিস্থিতিতে পাকা ধান তুলতে পারছেন না অনেক কৃষক। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় দ্রুত ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। শনিবার জেলায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের কৃষক মোহাম্মদ সোহাগ মিয়া, এ বছর ১০২ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেছেন। ধানের ফলন ভালো হওয়ায় অনেকটা খুশি তিনি। তবে বিপত্তির সৃষ্টি হয় ধান পাকার পর। প্রচণ্ড তাপদাহে দিনের বেলা ধান কাটতে পারে নাই। পরে সিদ্ধান্ত নেন রাতেই কাটা হবে জমির ধান। এরপর চাচাকে নিয়ে চাঁদের আলোকে সঙ্গী করে ধান কাটতে শুরু করেন। এতে অনেকটাই স্বস্তি মিলেছে তার।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা বেশি। লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলায় বেশ ভালো ফলন হলেও সারাদেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকের ভয়ে দিনের বেলা কৃষকরা মাঠে ধান কাটতে যেতে পারছেন না। বিকেল থেকে রাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে কৃষকদেরকে ধান কাটাছেন। তীব্র তাপপ্রবাহ চলমান থাকলেও উৎপাদন কম হওয়ার সম্ভাবনা নেই। তাপ প্রবাহের কারণে দিনের বেলা মাঠে গিয়ে ফসল কাটা কষ্টসাধ্য কাজ। এছাড়াও কৃষকরা যেন হিট স্ট্রোকের ঝুঁকিতে না পড়েন- সেজন্য তারা বিকেল থেকে রাত পর্যন্ত ধান কাটতে শুরু করেছে।

    কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের কৃষক মোহাম্মদ সেলিম মিয়া জানান, ভোরে মাঠে গিয়ে ধান কাটা শুরু করতে করতে সূর্য উঠে যায়। সূর্যের তাপে শরীর পুড়ে যায়। বেশিক্ষণ মাঠে থাকা সম্ভব হচ্ছে না। তাই রাতেই এই বাতাসে ধান কাটতে খুব ভালো লাগছে।

    কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের কৃষক মোহাম্মদ সোহাগ মিয়া বলেন, দিনের বেলা প্রচণ্ড গরমের কারণে অসুস্থতার ভয়ে অনেকেই ধান কেটে দিতে রাজি হয়নি। পরে রাতের বেলা ধান কাটা শুরু করি। রাতের বেলা জমিতে যেমন বাতাস থাকে তেমনি ঠাণ্ডাও থাকে। আমি মনে করি এই সময়ে রাতেই ধান কাটার উপযুক্ত সময়।

    কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বলেন, সারাদেশের মতো কিশোরগঞ্জেও বইছে তীব্র দাবদাহ। এর মধ্যে অধিকাংশ জমিতে বোরো ধান পাকতে শুরু করেছে। তবে অতিরিক্ত গরমে দিনের বেলা হিটস্ট্রোকসহ বিভিন্ন অসুস্থতার ভয়ে ধান কাটতে পারছেন না চাষিরা। তাই রাতের বেলায় চাঁদের আলোয় ধান কাটছেন অনেক কৃষক।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…