এইমাত্র
  • আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
  • ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে
  • ১২ সেকেন্ডের তেলেসমাতিতে ৩০০ কোটি টাকা চুরি
  • আবারও বাড়লো স্বর্ণের দাম
  • ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী
  • মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় পিছিয়ে বাংলাদেশের নারীরা
  • টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধ হলে দ্রব্যমূল্য কমবে: সাঈদ খোকন
  • অভিনেত্রীর ঝুলন্ত দেহ মিলল শিক্ষকের বাড়িতে
  • চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু
  • চট্টগ্রামে কিশোর গ্যাং লিডারসহ গ্রেফতার ৮
  • আজ রবিবার, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    বেলকুচিতে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৪, ১০:০২ পিএম
    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৪, ১০:০২ পিএম

    বেলকুচিতে নির্বাচনে কালো টাকা ছড়ানোর অভিযোগ

    উজ্জ্বল অধিকারী, সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মে ২০২৪, ১০:০২ পিএম

    সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে কালো টাকা ছড়ানো ও ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানে বাঁধা দেওয়ার অভিযোগ করেছে (দোয়াত কলম) মার্কার প্রার্থী আমিনুল ইসলাম সরকার।

    রবিবার (৫ মে) দুপুরে বেলকুচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল অভিযোগ করেন তিনি।

    এ সময় তিনি বলেন, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকিরের সন্ত্রাসী বাহিনীর দ্বারা ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতীকের বাইরে ভোট দিলে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়াও বদিউজ্জামান ফকির নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নির্বাচনে কালো টাকা ছড়াচ্ছেন।

    সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, নির্বাচনী প্রচারণায় বদি ফকিরের সন্ত্রাসী বাহিনী আমাদের কর্মীদের ভয় ভীতি দেখাচ্ছে। গতকাল শনিবার রাতে প্রায় এক ট্রাক ভর্তি টাকা তারা বেলকুচিতে নিয়ে এসেছে। ভোট কিনতে ও নানা প্রলোভন দিয়ে তারা ভোটারদেরকে ভোটের বিভ্রান্ত করছেন। এছাড়াও বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তারা নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক ভোট পেলেও নির্বাচিত হবে এমন বক্তব্য দিয়ে গুজব ছড়াচ্ছেন । এছাড়াও দোয়াত কলম প্রতীকের প্রচারনায় আমাদের কর্মীদের সরে যাবার জন্য হুমকি দিয়ে আসছেন। এ সকল বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশনকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।

    এ বিষয়ে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির বলেন, আমার প্রতিপক্ষ দোয়াত কলমের প্রার্থী আমিনুল ইসলাম সরকার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তার দলের নেতাকর্মীরা সন্ত্রাসী কায়দায় হামলা করে আমার দলের নেতাকর্মীদের আহত করেছে। এই বিষয়ে আমি থানায় মামলা করেছি নির্বাচন কমিশনে অভিযোগও করেছি। এছাড়া কালো টাকা আমি না, কালো টাকা ছড়াচ্ছেন তিনি।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ দিলখুশ আলী প্রামানিক, বাংলাদেশ পাওয়ার লুম ও হ্যান্ডলোম অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান, জেলা পরিষদের সদস্য আলামিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আতাউর রহমান রতন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুল আজাদ তারেক, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জুলফিকার রহমান শিপন সহ প্রমুখ্য।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…