এইমাত্র
  • পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী
  • গোপালগ‌ঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত চার
  • বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে কিশোরীর আত্মহত্যা
  • শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ১০
  • ঢাকাসহ ১০ অঞ্চলের ওপর দিয়ে বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • আজ থেকে মাঠে নামছে আইন-শৃঙ্খলা বাহিনী
  • ইরানে এক ইহুদির মৃত্যুদণ্ড কার্যকর করা হবে
  • ১২ সেকেন্ডের তেলেসমাতিতে ৩০০ কোটি টাকা চুরি
  • আবারও বাড়লো স্বর্ণের দাম
  • ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নায়েব আলী
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের এপারের ঘর-বাড়ি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:৩৯ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:৩৯ পিএম

    ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের এপারের ঘর-বাড়ি

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ৬ মে ২০২৪, ০৮:৩৯ পিএম

    কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের জান্তা সরকার বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে লাগাতার সংঘর্ষের তীব্রতা বেড়েই চলছে। দু'পক্ষের নিক্ষিপ্ত বেপরোয়া গোলাগুলিতে দিশেহারা হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে এপার সীমান্তবর্তী টেকনাফে পালিয়ে আসছে সেই দেশের সীমান্তরক্ষার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যরা।

    সোমবার (৬ মে) ভোর রাত থেকে বিকাল পর্যন্ত টেকনাফ পৌরসভা, সাবরাং, হ্নীলা ইউপির সীমান্তবর্তী এলাকা সংলগ্ন নাফনদীর ওপারে মিয়ানমার মংডু শহরে দু'পক্ষের চলমান সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় ওপার সীমান্তের নিক্ষিপ্ত গোলাবর্ষণের বিস্ফোরিত শব্দে টেকনাফ পৌর শহরসহ সীমান্তবর্তী এলাকাগুলো ভুকম্পিত হচ্ছে।

    এতে করে টৈকনাফ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

    এ প্রসঙ্গে টেকনাফ পৌরসভা দক্ষিণ জালিয়াপাড়া বাসিন্দা জাফর আলম সময়ের কন্ঠস্বরকে জানান, সোমবার সকাল থেকে থেকে সীমান্তের ওপারে মিয়ানমার মংডু শহরসহ বেশ কয়েকটি এলাকায় দফায় গোলাগুলির বিকট শব্দ ভেসে আসছে এপার সীমান্তে। গোলাগুলির বিকট শব্দে আমাদের বসত বাড়ি কেঁপে উঠছে। প্রথমে মনে করেছিলাম ভুকম্পন হচ্ছে।

    টেকনাফ পৌরসভার কাউন্সিলর আব্দূল্লাহ মনির সময়ের কন্ঠস্বরকে জানান, সীমান্তের ওপারে মিয়ানমারে সকাল থেকে ভারী গোলার বিকট শব্দ শুনতে পেয়েছি। গত কয়েক মাস ধরে মিয়ানমারে দু'পক্ষের চলমান যুদ্ধের এপারে ভেসে আসছে ভারী গোলার বিকট শব্দ। এতে বেশি আতংকিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দার। তবে ভয়ের কিছু নেই। আমাদের সীমান্তরক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি

    এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.মহিউদ্দীন আহমেদ জানান, টেকনাফ সীমান্তের ওপারে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে দু'পক্ষের চলমান সংঘর্ষে চলছে। তবে তা তাদের অভ্যন্তরীণ সমস্যা।

    তিনি আরও বলেন, সে দেশের চলমান সহিংসতার জেরে এপার সীমান্তবর্তী এলাকায় আর যেন কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে না পারে। সেই লক্ষ্যে আমাদের সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…