এইমাত্র
  • চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
  • লালমনিরহাটে সুপারি চুরির সন্দেহে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ
  • নেত্রকোণায় বিরল প্রজাতির বনরুই উদ্ধার
  • ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে নাম লেখালেন দীপিকা
  • আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে খরচ আরও বাড়বে
  • লাঠি হাতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
  • 'জেলা সদর হাসপাতালে কর্মরতদের জনকল্যাণমুখী হওয়ার নির্দেশ'
  • মধ্যরাত থেকে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা
  • গোপালগ‌ঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত চার
  • মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
  • আজ রবিবার, ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪
    দেশজুড়ে

    ‘কার বিরুদ্ধে ভোট করছো’ বলেই চেয়ারম্যান প্রার্থীকে বেধড়ক মারধর

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০৮:২৭ এএম
    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০৮:২৭ এএম

    ‘কার বিরুদ্ধে ভোট করছো’ বলেই চেয়ারম্যান প্রার্থীকে বেধড়ক মারধর

    খন্দকার নাঈম উদ্দিন, কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৪, ০৮:২৭ এএম

    কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    সোমবার (৬ মে) প্রচারণার শেষ দিনে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে নিজেই অভিযোগ করেছেন আল মামুন। সেসময় বেদম মারপিটের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি। আহত অবস্থায় আবু আহাদ আল মামুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান, হামলাকারীরা তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা এসে বলে, কার বিরুদ্ধে ভোট করছো জানো না? মামুন বলেন, এর আগেও ভোট থেকে নাম প্রত্যাহারের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতার লোক জেলা পরিষদ সদস্য জহুরুল ও ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান তাকে হত্যার হুমকি দিয়েছেন। ঢাকার বাসায় গিয়েও খুঁজে এসেছেন। এছাড়া রোববার কুষ্টিয়া শহরে প্রচার মাইক ভাঙচুর ও প্রচারকারীকে মারধর করেছে।

    এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান আতা বলেন, মনে হচ্ছে তিনি মার খাওয়ার নাটক করেছেন। তার চশমা ঠিক আছে, মোবাইল হাতেই রয়েছে। তবে কেউ যদি হামলা করে থাকেন তার দায় আমি নেব না।

    উল্লেখ্য, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…