মা দিবসে ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন জানালেন, তিনি মা হতে চলেছেন। আজ রোববার নিজের ফেসবুকে মা হওয়ার এ খবর জানান ফারিয়া।
ফারিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘বিসমিল্লাহ। হ্যাপি মাদারস ডে টু মি’। ফারিয়ার এমন খবর শুনে বিনোদন অঙ্গনে তার বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
চার বছর প্রেমের সম্পর্ক শেষে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স তারকা ফারিয়া শাহরিনের। এরপর গত বছরের জুলাইয়ের বিয়ের খবর জানান তিনি। বাগদানের পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অনেক বছর ধরেই রায়ানের সঙ্গে পরিচয়। চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে বাগদান সেরেছেন।’
সুদর্শনা অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। বহুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অন্তরা চরিত্রে অভিনয় করেন তিনি। এর মাধ্যমে বিপুল সংখ্যক দর্শকের কাছে তিনি এখন অন্তরা নামেই পরিচিত। এছাড়া তিনি তিনি বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করেছেন নাটক, চলচ্চিত্রেও।
এবি