দুই দশক পার করেছে তাহসান রহমান খানের গানের ক্যারিয়ার। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ড ও একক মিলিয়ে ১১টি অ্যালবাম করেছেন। নাটক ও চলচ্চিত্র মিলিয়ে প্রকাশিত গানের সংখ্যা প্রায় ২০০। গানের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে; করেছেন টিভি নাটক ও চলচ্চিত্র।
তবে এবার বিশ্ব মা দিবসে ‘গরবিনী মা-২০২৪’ সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খানের মা ড. জেড এন তাহমিদা বেগম। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই জনপ্রিয় শিল্পী।
তাহসান বলেন, সবার সফলতার পেছনে মায়েদের ভূমিকা সবার আগে। আমাদের সবার সাথেই মায়ের দোয়া থাকে। যখন তারা থাকেন না, অথবা বাবা-মায়ের মূল্যবান ভালোবাসা না পাওয়া যায়, কেবল তখনই বোঝা যায় জীবনের সব অর্জন আসলে ঠুনকো, মূল্যহীন।
তিনি আরও বলেন, আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু এই যে সুযোগ স্টেজে দাঁড়িয়ে বলতে পারা মাকে কতটা ভালোবাসি, এটা আসলে অমূল্য। এজন্য আমি আয়োজক প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, গেল ঈদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানকে দেখা গেছে। যাতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ব্যাপক সাড়া ফেলেছে।
এবি