এইমাত্র
  • হারিয়ে যাওয়া আইনের শাসন গড়ে তুলতে হবে : তারেক রহমান
  • জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম: জামায়াত আমীর
  • ইজতেমা মাঠ ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার
  • মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে গেছে বলেই খুনিদের নামে স্লোগান হয়: সারজিস
  • অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
  • পিলখানা হত্যা মামলার ফের তদন্ত চায় ভুক্তভোগীদের পরিবার
  • ‘রাজনীতিবিদরাই যদি সংস্কার করেন, তাহলে ৫৩ বছর তারা কী করেছেন’: রিজওয়ানা
  • পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায়ও সূর্যের হাসি
  • রাখাইনের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা
  • বুদ্ধিজীবী দিবসে বন্ধ থাকবে ঢাকার যেসব সড়ক
  • আজ শুক্রবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৩ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    ৩৫ কেজি ওজন বাড়িতে নতুন নজির অভিনেতা এফএস নাঈমের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:১৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:১৮ পিএম

    ৩৫ কেজি ওজন বাড়িতে নতুন নজির অভিনেতা এফএস নাঈমের

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৩ মে ২০২৪, ১২:১৮ পিএম

    চরিত্রের প্রয়োজনে শরীরকে ভাঙা-গড়ার প্রচলন ঢাকাই শোবিজে খুব একটা দেখা যায় না। সে দিক দিয়ে নতুন নজির তৈরি করলেন অভিনেতা এফএস নাঈম। পুরোদস্তুর ফিট শরীরকে তিনি নিয়ে গেছেন মেদযুক্ত স্থূলতায়! কেবল একটি চরিত্রের জন্য।

    জানা গেছে, ‘কালপুরুষ’ নামে একটি ওয়েব সিরিজে মিরাজ চরিত্রে অভিনয় করেছেন নাঈম। সেই চরিত্রকে ফুটিয়ে তুলতেই শরীরের ওজন ৩৫ কেজি বাড়াতে হয়েছে তাকে। শিল্পীরা যে চরিত্রের প্রয়োজনে সব করতে পারেন, এটা তারই প্রমাণ।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘কালপুরুষ’-এর টিজারটি। সালজার রহমানের পরিচালনায় সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে চরকিতে। প্রায় ১ মিনিটের এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছেন এফএস নাঈমকে। সেটা তার শরীরের বাড়তি ওজনের কারণে।

    এ নিয়ে নেট দুনিয়ায়ও বেশ আওয়াজ উঠেছে। কারণ, অভিনেতা এসএফ নাঈমকে সবাই ফিট ও স্বাস্থ্য সচেতন হিসেবেই চেনেন। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য। বডি ট্রান্সফরমেশনের এই জার্নিটা আসলে কেমন ছিল নাঈমের জন্য?

    অভিনেতা বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমন করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই ৩৫ কেজি ওজন বাড়িয়েছি। এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না, অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল।’

    ‘কালপুরুষ’-এর টিজারের শেষে বেশ চমক দিতে হাজির হন চঞ্চল চৌধুরী। এছাড়া প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। আরও রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।

    নির্মাতা সালজার রহমান জানান, সিরিজটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…