এইমাত্র
  • মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
  • দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী
  • আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
  • নারী এশিয়া কাপের ফাইনালে লঙ্কানরা
  • নাহিদসহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে
  • সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বেরোবি প্রশাসনের
  • আজও ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে
  • পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরীতে বিতর্ক প্রতিযোগিতা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৫:৩৩ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৫:৩৩ পিএম

    দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরীতে বিতর্ক প্রতিযোগিতা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৪, ০৫:৩৩ পিএম

    নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করতে অনুষ্ঠিত হয়েছে সমাপনী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা। 'অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ' বিষয়ের উপর পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরে নেত্রকোনা সরকারি বালিকা বিদ্যালয় ও আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের তার্কিকরা। জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    কমিটির সম্পাদক সহকারি অধ্যাপক মো. নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টে্রট (এডিএম) সুখময় সরকার। এছাড়া অনুষ্ঠানে আলোচনা করেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান, বক্তব্য রাখেন সহকারি পরিচালক ইশতিহাদ আহমেদ ও সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমসহ অন্যরা।

    অনুষ্ঠানে গত এক সপ্তাহ ধরে চলমান দুর্নীতি প্রতিরোধ বিষয়ে রচনা প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া জেলা শহরের ৭ টি স্কুলের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এদিকে সমাপনী দিনে 'অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির কারণ' বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে যুক্তিতে হারিয়ে বিপক্ষ দল আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…