এইমাত্র
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • যশোরে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন
  • চুরি করতে গিয়ে বোনের শাশুড়িকে জবাই করে হত্যা
  • আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিলেন শোয়েব মালিক
  • যুদ্ধাপরাধী হিসেবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত: হামাস
  • কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না: কাদের
  • জীবনের শেষ ভিডিওবার্তায় যা বলেছিলেন শাফিন
  • ট্রেন চলাচলের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ে
  • এইচএসসির আরো চারটি পরীক্ষা স্থগিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    রাজধানী

    রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে জনপ্রশাসনের চালক গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ মে ২০২৪, ০১:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ মে ২০২৪, ০১:৩২ পিএম

    রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে জনপ্রশাসনের চালক গ্রেপ্তার

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৪ মে ২০২৪, ০১:৩২ পিএম

    মোস্তাফিজুর রহমান টিপু চাকরি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ড্রাইভার হিসেবে। প্রেষণে আসেন রেল মন্ত্রণালয়ে। সেই রেল মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত মাইক্রোবাস নিয়ে দোকানে চুরির সময় হাতেনাতে গ্রেফতার হলেন টিপু।

    রোববার দিবাগত ভোররাতের দিকে শাহজাহানপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে চোর চক্রের অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

    শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

    সুজিত কুমার সাহা বলেন, রোববার (১২ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর শাহজাহানপুরে মানিক স্টোর নামে একটি দোকানের সামনে থামে একটি মাইক্রোবাস। এসময় সন্দেহ হলে গাড়িটি চেক করতে সামনে যায় শাহজাহানপুর থানার টহল পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দোকানের সামনে থেকে দুজন দৌড়ে পালিয়ে যায়। এসময় টহল অফিসার সঙ্গীয় ফোর্সের সহায়তায় গাড়িচালক মোস্তাফিজুর রহমান টিপুকে গ্রেপ্তার করে।

    ওসি বলেন, মোস্তাফিজুরের কাছ থেকে দোকান থেকে চুরি করা বিভিন্ন মালামাল ও দোকানের তালা খোলার জন্য ব্যবহৃত একগুচ্ছ চাবি, একটি প্লাস, একটি স্ক্রু ড্রাইভার এবং চোরাই কাজে ব্যবহৃত রেলপথ মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত মাইক্রোবাস জব্দ করা হয়।

    তিনি বলেন, জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সহযোগীদের কথা স্বীকার করেছে মোস্তাফিজুর। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চালক। বর্তমানে প্রেষণে রেলপথ মন্ত্রণালয়ে রয়েছেন। মাইক্রোবাসটি রেলপথ মন্ত্রণালয়ের।

    ওসি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তার মোস্তাফিজুরের সঙ্গী পলাতক বাবলুর বিরুদ্ধে চুরি ও মাদকসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

    গ্রেপ্তার মোস্তাফিজুর এবং পলাতকদের বিরুদ্ধে ডিএমপির শাহজাহানপুর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…