এইমাত্র
  • লক্ষ্মীপুরে ছাত্র হত্যায় অংশ নেওয়া যুবলীগ ক্যাডার আরজু ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে!
  • শিবিরের কমিটিতে নাম থাকা প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
  • চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারের অভিযোগে ২ চীনা নাগরিক গ্রেফতার
  • একযোগে প্রত্যাহার হচ্ছেন ২০ দেশের রাষ্ট্রদূত
  • রাশমিকাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা
  • বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার ‘ষড়যন্ত্র’ ফাঁস
  • লিটনকে অধিনায়ক করে টি-টোয়েন্টিতে ১৫ সদস্যের দল ঘোষণা
  • ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে দিশেহারা বাংলাদেশ
  • জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ
  • আজ বুধবার, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ১১ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    ধন্যবাদ জানিয়ে পাপারাজ্জিদের উপহার পাঠালেন বিরাট-অনুষ্কা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০২:০৭ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০২:০৭ পিএম

    ধন্যবাদ জানিয়ে পাপারাজ্জিদের উপহার পাঠালেন বিরাট-অনুষ্কা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ১৪ মে ২০২৪, ০২:০৭ পিএম

    চলতি বছর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। কন্যা ভামিকার পরে এ বার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বিরাট কোহলির স্ত্রী। বিরুষ্কা পুত্রের নাম দিয়েছেন অকায়। কিন্তু প্রিয় তারকাদের এক ঝলক দেখতে আকুল হন তাদের ফ্যানরা। অনুষ্কা শর্মার সন্তানকে নিয়েও তার ফ্যানদের আগ্রহের কমতি নেই। তাই আলোকচিত্রিদের লক্ষ্যও থাকে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলকে তথ্য দেওয়া। তবে ক্রিকেটার অভিনেত্রী জুটি সন্তানের ছবি প্রকাশ হোক তা চান নি। বিরাট ও অনুষ্কা সমস্ত সংবাদমাধ্যম, বিশেষ করে ফটোগ্রাফারদের কাছে এক বিশেষ আর্জি জানিয়ে ছিলেন।

    আর সেই আর্জি মেনে ফটোগ্রাফাররাও বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকা বা সদ্যজাত ছেলে আকায়ের কোনও ছবি প্রকাশ করেননি। এবার সেই জন্যই পাপারাৎজিদের ধন্যবাদ জানালেন এই দম্পতি। পাপারাজ্জিদের জন্য উপহার পাঠালেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। সঙ্গে একটা মিষ্টি নোট। তাঁদের বাচ্চাদের গোপনীয়তা রক্ষার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করলেন দম্পতি। বিরুষ্কা লিখেছেন, 'আমাদের বাচ্চাদের গোপনীয়তা রক্ষার ইচ্ছেকে সম্মান করার জন্য এবং আমাদের সবসময় সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ!

    দ্বিতীয় সন্তানকে এবার ভারতে নয়, লন্ডনে জন্ম দেন বলে জানান বিরুষ্কা। মাসখানেক লন্ডনেই ছিলেন তাঁরা। তবে বিরাট দেশে ফেরেন আইপিএল শুরু আগে। আর অনুষ্কা এলেন এপ্রিলের শেষে। এই বছরই যে বিরাট ও অনুষ্কার দ্বিতীয় সন্তান হবে সে কথা আট বছর আগেই জানিয়েছিলেন এক জ্যোতিষী। ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছেন তিনি।‘স্টারস অ্যান্ড অ্যাস্ট্রলজি’ নামের একটি ফেসবুক পেজে ভবিষ্যদ্বাণী করেছেন সেই জ্যোতিষী।

    এদিকে ছেলে-মেয়ে কারও ছবিই সামনে আনেননি বিরুষ্কা। মিডিয়ার কাছেও দম্পতি অনুরোধ রেখেছে, যাতে তাঁদের সন্তানদের ছবি প্রকাশ করা না হয়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পাপারাজ্জো অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো শেয়ার করা হয় বিরুষ্কার পাঠানো উপহারের। ক্য়াপশনে লিখলেন, ‘আজ, আমরা আমাদের বাসভবনে একটি চিন্তাশীল উপহার পেয়েছি। পাওয়ার কাপল বিরাট-অনুষ্কা দ্বিতীয় সন্তানের আগমনের জন্য আনন্দ প্রকাশ করেছে। উপহারের সঙ্গে ছিল একটি মিষ্টি বার্তা।’

    ইতালির তাস্কানিতে বিয়ে করেন অনুষ্কা আর বিরাট ২০১৭ সালে। তাঁদের বিয়ের খবর গোপনই রেখেছিলেন দুজনে। এরপর ২০২১ সালে জন্ম হয় মেয়ে ভামিকার। ২০২৪ সালে জন্ম ছেলে অকায়ের।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…