অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড। আলোচনায় থাকলেও যে দলে সুযোগ মেলেনি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। কোন বিবেচনায় দলে নেই এই ক্রিকেটার, তাই জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আজ মঙ্গলবার (১৪ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফউদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক। চোট কাটিয়ে দেড় বছর পর দলে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই অলরাউন্ডার। তার পরিবর্তে দলে সুযোগ মিলেছে পেসার তানজিম হাসান সাকিবের।
বিশ্বকাপ দলে সাইফউদ্দিনের সুযোগ না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘গত ৩০ তারিখে যে দলটাকে নির্বাচন করেছিলাম আইসিসিতে দেওয়ার জন্য, সেটা ছিল পুরোপুরি ভিন্ন প্রেক্ষাপটে। অনেকের চোট ছিল, কিছু প্লেয়ার অফফর্মে ছিল। সেখানে আমরা সাইফউদ্দিনকে রেখেছিলাম পরখ করে দেখার জন্য। কারণ সে যেহেতু চোট কাটিয়ে ফিরেছে, তাই কেমন করে সেই আস্থা থেকেই দলে সুযোগ দেওয়া হয়েছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যাশা ও আস্থার জায়গাটাতে সে পিছিয়ে ছিল। সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব এগিয়ে ছিল, সেই কারণেই তাকে দলে নেওয়া। তবে, সাইফউদ্দিন আমাদের নজরেই আছে।’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
এমএইচ