ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যে কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জন। রাজ্যে বৃষ্টি-বন্যায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১২৫ জন। প্রায় দুই সপ্তাহ আগে রাজ্যটিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। রিও গ্র্যান্ডে দো সুলের সব নদ-নদীর পানি ক্রমবর্ধমান হারে বাড়ছে। দেশটির আবহাওয়া পরিষেবা সংস্থা মেটসুল চলমান এই পরিস্থিতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলেছেন।
বৃষ্টি-বন্যায় অন্তত ৫ লাখ ৩৮ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বন্যার্তদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, দুর্যোগে যা ধ্বংস হয়েছে তার সব কিছুই পুনরায় নির্মাণ করা হবে। বৃষ্টি-বন্যায় রাজ্যের ১০ কোটি ৯০ লাখ মানুষের অন্তত ৫ লাখ ৩৮ হাজার জন বাস্তুচ্যুত হয়েছেন।
গত রোববার রিও গ্র্যান্ডে দো সুলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সোমবারও বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে সেখানকার আবহাওয়া সংস্থা। প্রায় দুই সপ্তাহ আগে রাজ্যটিতে তুমুল বৃষ্টিপাত শুরু হয়। তখন থেকে টানা বর্ষণ চলছে। রিও গ্র্যান্ডের রাজধানী পোর্তো আলেগ্রির কাছের গুয়াইবা হ্রদে পানি রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা জারি করেছে রাজ্য প্রশাসন।
১ কোটি ৯ লাখ জনসংখ্যার রাজ্যটি বন্যার পাশাপাশি ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমুল বৃষ্টিতে রাজ্যের অনেক নদী ও হ্রদের পানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর নতুন রেকর্ড গড়েছে। বন্যায় বহু সড়ক ডুবে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হয়ে কয়েকটি এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব দেখা দিয়েছে। দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, বন্যায় এ পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রীষ্ম মণ্ডলীয় ও মেরু জলবায়ু অঞ্চলের মধ্যবর্তী একটি ভৌগোলিক সংযোগ স্থলে ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সুলে রাজ্যের অবস্থান। যা তীব্র বৃষ্টি বা খরার সময়কালের সাথে মিলিয়ে বৈরী আবহাওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এই বৈরী ধরণ সেখানে অত্যন্ত তীব্র হয়ে উঠছে বলে স্থানীয় বিজ্ঞানীরা ধারণা করছেন।
এসএফ