জয়পুরহাটে পানি উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা হুইপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এসময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কে এম এ মামুন খান চিশতী (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার সরকার, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রমুখ।
সভায় জেলার নদ-নদীগুলোর উন্নয়ন ও খাল বিলের পানি নিস্কাশন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এআই