ইনজুরি থেকে সেরে না উঠলেও বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হবেন, এমন প্রত্যাশায় তাসকিন আহমেদকে নিয়েই টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে বিশ্বকাপের প্রথম দিকের ম্যাচগুলোতে তাসকিনের খেলতে পারা নিয়ে অনিশ্চয়তা ছিল।
তবে আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাসকিন।
বিশ্বকাপের বিমানে চড়ার আগে বুধবার (১৫ মে) দুপুরে শেরে বাংলায় ফটোসেশনের পর সংবাদ সম্মেলনে এসে তাসকিনকে নিয়ে এই সুখবর জানান শান্ত।
শান্ত বলেন, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাক আপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তিনি।।’
প্রসঙ্গত, ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচ খেলতে পারেননি তাসকিন। পাঁজরের ইনজুরিতে পড়েছেন ডানহাতি টাইগার পেসার।
আরইউ