গাইবান্ধার সদর উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুলমিয়া (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহোদর ভাই ও বাবা শমসের আলী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সাঘাটা উপজেলায় শিপন মিয়া (১৮) নামের এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন।
বুধবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (মিস্ত্রিপাড়া) গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা এই গ্রামের বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস ছামাদ মিয়া বলেন, এই সময় শমসের আলী তার দুই ছেলেকে নিয়ে নিজের জমিতে ধান কাটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে ফুলমিয়া মারা যায়। এতে আহত হয় শমসের আলী ও তার আরেক ছেলে। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সাঘাটা উপজেলায় কৃষকের মাঠে ধান কাটতে গিয়ে শিপন মিয়া (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুরের দিকে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু শিপন মিয়া বেলতৈল গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটছিলেন শিপন মিয়া। এরই মধ্যে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে শিপন মিয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথে শিপন মিয়া মারা যায়।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম বলেন, বেলতৈল এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাটি লোকমুখে শুনেছি। এমন ঘটনা খুবই দু:খজনক।
এফএস