শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের বিরুদ্ধে প্রভাব বিস্তার ও আচরণবিধি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমান বাবলু সিকদার।
রবিবার (২৬মে) দুপুরে ডামুড্যা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় তার নিজ নির্বাচনী ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদার অভিযোগ করে বলেন, সাংসদ নাহিম রাজ্জাক গত দুইদিন ধরে ডামুড্যা অবস্থান করে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অফিসে বসে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ গোলন্দাজের পক্ষে সরাসরি নির্বাচন প্রচারণা করছেন। তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং আমার কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে আমি সহকারী রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করেছি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি বলেন, আমি কারো পক্ষে কোনো বক্তব্য রাখিনি। এ বিষয়ে কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না।
জানতে চাইলে ডামুড্যা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। যা যাচাই-বাছাই চলছে। নির্বাচন আচরনবিধি ভঙ্গ হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বাবলু সিকদার এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মাঝি।
আরইউ