সংযুক্ত আরব আমিরাতের আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুল হান্নান (২৬) নামে এক প্রব্সীর মৃত্যু হয়েছে। বুথবার সকালে নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় এক গার্মেন্টসে তার মৃত্যু হয়। তিনি সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা রফিক মিয়ার ছেলে।
ওই গার্মেন্টসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহবুব জানান, তার কারখানায় কয়েক মাস আগে যোগ দিয়েছিলেন আব্দুল হান্নান। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে স্বাভাবিক জ্বর মনে করে ফার্মেসি থেকে ওষুধ খান। বুধবার সকালে রুমে সহকর্মীরা কাজের জন্য ডাকতে গেলে তিনি কোনো সাড়া না দেওয়ায় কারখানার ম্যানেজারকে বিষয়টি জানানো হয়। পরে ম্যানেজার অ্যাম্বুলেন্স কল দেন। তারা এসে তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এর দু'দিন আগে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
এসএফ