এইমাত্র
  • মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
  • দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী
  • আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
  • নারী এশিয়া কাপের ফাইনালে লঙ্কানরা
  • নাহিদসহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে
  • সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বেরোবি প্রশাসনের
  • আজও ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে
  • পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    তথ্য-প্রযুক্তি

    গ্রিনল্যান্ডের বরফখণ্ডে মিলল ‘জায়ান্ট ভাইরাস’

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৪, ০২:৫০ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৪, ০২:৫০ পিএম

    গ্রিনল্যান্ডের বরফখণ্ডে মিলল ‘জায়ান্ট ভাইরাস’

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ৮ জুন ২০২৪, ০২:৫০ পিএম

    গ্রিনল্যান্ডের বরফখণ্ডে জায়ান্ট ভাইরাসের দেখা মিলেছে। এ ভাইরাসটি মেরু অঞ্চলের বরফ গলার গতি মন্থর করতে পারবে বলে নিশ্চিত করেছে ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডের বরফখণ্ডে এক রহস্যময় ভাইরাস আবিষ্কার করেছেন যার নাম রেখেছেন ‘জায়ান্ট ভাইরাস’। কারণ ভাইরাসের আকার সাধারণত ব্যাকটেরিয়ার থেকে ছোট হয়ে থাকে। কিন্তু এ বিশেষ ধরনের ভাইরাসটি ব্যাকটেরিয়ার থেকে আকারে বড়।

    ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এটিকে বিশ্বের জন্য এক অনবদ্য আবিষ্কার হিসাবে বিবেচনা করছেন। তাদের এই গবেষণাপত্রটি মাইক্রোবায়োম জার্নালে প্রকাশিত হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনল্যান্ডে বছরের বেশিরভাগ সময়েই সূযের দেখা মেলে না। তবে বসন্তে মেরু অঞ্চলে সূর্য দেখা দিলে এর তাপে বরফ গলতে শুরু করে। বিজ্ঞানীদের আবিষ্কৃত এ 'জায়ান্ট ভাইরাসটি’ বরফের উপরে সুপ্ত অবস্থায় থাকে। এ ভাইরাইসটি মূলত এক বিশেষ ধরনের তুষার শৈবালকে সংক্রমিত করে।

    এ সামুদ্রিক শৈবাল বরফের বর্ণ কালো করে ফেলে। ফলে বরফে সূর্যের আলোকরশ্মি প্রতিফলিত করার ক্ষমতা কমে যায়, যা বরফ গলে যাওয়ার গতিকে মন্থর করে।

    আরহাস বিশ্ববিদ্যালয়ের গবেষক লরা পেরিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা ভাইরাস সম্পর্কে এখনও অনেক কিছু জানি না। তবে আমি আশা করছি এ বিশেষ ভাইরাসের সাহায্যে শৈবালের মাধ্যমে বরফ গলার গতি মন্থর করতে কার্যকরী উপায় হতে পারে।’

    এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এ তুষার শৈবালের বৃদ্ধি নিয়ন্ত্রণ করার একটি উপায় খুঁজে পেয়েছি। জায়েন্ট ভাইরাসের সাহায্যে এ তুষার শৈবালের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যেতে পারে।’

    তবে তাদের এ আবিষ্কার কতটুকু কার্যকর হবে, এ বিষয়ে তারা এখনও নিশ্চিত না। তবে এটি নিয়ে আরও গবেষণা চলছে।

    সূত্র: সায়েন্স ডেইলি

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…