এইমাত্র
  • মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
  • দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
  • এনসিপির দুই নেতার ফেসবুকে পোস্ট, দলে অসন্তোষ
  • দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • যশোরে বৈষম্য বিরোধী ছাত্র নেতার সীলে ভিজিএফ'র ভুয়া কার্ড
  • রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
  • নিজ বাড়ি থেকে সাবেক মার্কিন অ্যাটর্নির মরদেহ উদ্ধার
  • মার্চের ২২ দিনে এল ২৪৩ কোটি ডলার
  • ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ৯ ট্রেন
  • আজ সোমবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৪ মার্চ, ২০২৫
    অর্থ-বাণিজ্য

    গাবতলী পশুর হাটের মূল আকর্ষণ পাকিস্তানী দুই উট

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা প্রকাশ: ৮ জুন ২০২৪, ০৭:৪১ পিএম
    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা প্রকাশ: ৮ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

    গাবতলী পশুর হাটের মূল আকর্ষণ পাকিস্তানী দুই উট

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা প্রকাশ: ৮ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

    আসছে আগামী ১৭ জুন দেশে উৎযাপিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এবার দেশের সর্ববৃহৎ গাবতলি পশুর হাটের প্রধান আকর্ষণ পাকিস্তান থেকে আনা মরুভূমির জাহাজ খ্যাত দুটি উট।

    আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সুপরিকল্পিত ভাবে সাজানো হয়েছে দেশের সর্ববৃহৎ গাবতলী পশুর হাট। কুরবানী উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে কুরবানির পশু আসতে শুরু করেছে। তবে এবার এই পশু হাটের মূল আকর্ষণ পাকিস্তান থেকে আগত দুই উটকে ঘিরে চলছে নানান আয়োজন।

    শনিবার (৮ জুন) বিকেলে সরেজমিনে গাবতলী পশুর হাটে গিয়ে দেখা যায়, বিদেশী এ পশু দুটিকে দেখতে উৎসুক জনতার ভীড় পড়েছে। কেউ কেউ উট দুটির সাথে ছবি তুলতে ব্যস্ত। অনেকে উট দুটিকে একটু ছুঁয়ে মেতেছেন আনন্দ উল্লাসে ।

    এবিষয়ে উট দুটির মালিক বিশিষ্ট পশু ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, প্রতি বছরই আমি ভারতের রাজস্থান, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে কুরবানির পশু বিক্রির উদ্দেশ্যে উট আমদানী করে থাকি। এবার পাকিস্তান থেকে দুটি উট এনে হাটে তুলেছি। ৩৫ লাখ টাকা হারে দুটি উটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ লাখ টাকা। তবে এপর্যন্ত হাটে উট দুটির ক্রেতার চেয়ে উৎসুক দর্শনার্থীদের সংখ্যাই বেশি। কেউ কেউ এসে উটের দাম জানতে চাইলেও বেশির ভাগই ছবি তুলে, ভিডিও করে চলে যাচ্ছেন।

    "দুটি উট ৭০ লাখ টাকায় বিক্রি হবে কিনা, না হলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা আছে কিনা" এমন প্রশ্নের জবাবে আমজাদ হোসেন আরো বলেন, ব্যবসাই মূল উদ্দেশ্য নয়, এটি আমার শখের জায়গাও বটে। যেহেতু হাট এখনো জমেনি সেহেতু নিরাশ হওয়ার কিছুই নেই। এপর্যন্ত দুটি উটের দাম ৪৪ লাখ টাকা পর্যন্ত উঠেছে। আশা করি নির্ধারিত দামেই বিক্রি হবে পশু দুটি।

    কুরবানী উপলক্ষে বিভিন্ন দেশ থেকে এবার আরো ১০ টি উট আনা হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, লাভ লোকসান বিষয় নয়। যেহেতু বিগত বছরগুলোতে উট আমদানী করে লোকসান হয়নি। আশা করি এবারেও হবেনা। কম-বেশি লাভ হবেই।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…