অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় আবু রায়হান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার রাতে জয়পুরহাট-বগুড়া সড়কের হারাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু রায়হান জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামের শুকুর আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু রায়হান রাতে জয়পুরহাট জেনারেল হাসপাতালে তার অসুস্থ স্ত্রীকে ভর্তি করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে হারাইল এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী গরুবোঝাই ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান মারা যান।
ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক ও তার সহকারী পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এফএস