এইমাত্র
  • মিয়ানমারে বাংলাদেশসহ ছয় দেশের নিরাপত্তা বৈঠক
  • দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এ সহিংসতা: প্রধানমন্ত্রী
  • আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী
  • নারী এশিয়া কাপের ফাইনালে লঙ্কানরা
  • নাহিদসহ ৩ সমন্বয়ক হাসপাতাল থেকে ডিবি হেফাজতে
  • সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান বেরোবি প্রশাসনের
  • আজও ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকবে
  • পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
  • কঠোর নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত
  • আজ শনিবার, ১২ শ্রাবণ, ১৪৩১ | ২৭ জুলাই, ২০২৪
    খেলা

    বিশ্বকাপের পরই দলের ‘থলের বিড়াল’ বের করবেন আফ্রিদি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৫৮ এএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৫৮ এএম

    বিশ্বকাপের পরই দলের ‘থলের বিড়াল’ বের করবেন আফ্রিদি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১১ জুন ২০২৪, ১০:৫৮ এএম

    যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল ২০০৯ সালের বিশ্বকাপ জয়ী পাকিস্তান। ফলে সুপার এইটের দৌড়ে টিকে থাকতে বা প্রথম ম্যাচে অঘটনের পর কিঞ্চিত স্বস্তি পেতে ভারতের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল তাদের। কিন্তু গতকাল রোববার (৯ জুন) লো স্কোরিং ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরে গেছে। এর মধ্যদিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের দুই ম্যাচেই হেরেছে পাকিস্তান।

    এই হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মাথা হেঁট হয়ে গেছে। তারা কোনো রাখঢাক না করেই দলের অন্দরমহলের খবর প্রকাশ করে দেওয়ার হুমকি দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। অধিনায়ক বাবর আজমকে নিশানা বানিয়ে এই সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘একজন অধিনায়কের সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয়। হয় সে দলের পরিবেশ নষ্ট করে অথবা দলকে গড়ে তোলে। বিশ্বকাপটা শেষ হতে দিন, তারপর আমি আমার মুখ খুলব।’

    যেহেতু পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শাহীন শাহ আফ্রিদি সম্পর্কে শহীদ আফ্রিদির জামাতা, তাই আফ্রিদির মন্তব্যগুলোকে অনেকে পক্ষপাতমূলক মনে করতে পারেন বলে ধারণা করছেন আফ্রিদি, ‘শাহীনের সঙ্গে আমার সম্পর্কটা এমন যে ওর ব্যাপারে কিছু বললে লোকে বলে আমি তার পক্ষে কথা বলছি।’

    এদিকে পাকিস্তান দলের ভেতর অন্তর্দ্বন্দ্বের বিষয়ে আফ্রিদির সুরেই কথা বলেছেন আরেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামও, ‘দলে এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যারা একে অপরের সঙ্গে কথা বলেন না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আপনি দেশের জন্য খেলবেন। এসব খেলোয়াড়দের বাড়িতে বসিয়ে রাখা উচিৎ।’

    দুই ম্যাচ হেরে সুপার এইটের পথ এখন অনেক কঠিন হয়ে গেছে পাকিস্তানের জন্য। সামনে কানাডা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। সে দুটি ম্যাচের ফল তাদের পক্ষে এলেও তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর দিকে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…