নওগাঁর বদলগাছীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাত দেড়টার দিকে উপজেলার দুর্গাপুর মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ঠাকুরগাঁ সদরের চৌধুরীপাড়ার আব্দুল আজিজের ছেলে বলে জানাগেছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি মটরসাইকেল যোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন ঘটনাস্থলে পৌছালে নওগাঁ হতে ছেড়ে আসা ঘাতক ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ভিকটিম রক্তাক্ত যখম প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী হাসপাতালে পরে রাত ২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত্যু ঘোষণা করেন।
লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্থান্তর করা হবে।
এআই