যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা আল মামুন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে। মঙ্গলবার (১১ জুন) ভোরে তাকে আটক করা হয়।
আটক আল মামুন বেনাপোল পোর্ট থানার ভবারবের গ্রামের আব্দুল রহিমের ছেলে। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকার লোকজন জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভারতের পেট্রাপোল সীমান্তের কোদলা নদী দিয়ে দুই চোরাকারবারী কয়েকটি পুটলা নিয়ে বেনাপোলের সাদিপুর সীমান্তের নাপিতবাড়ি পোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় পেট্রাপোল সীমান্তের বিএসএফ জোয়ানরা চোরাকারবারীদের ধাওয়া করে। এসময় দু’টি ফেনসিডিলের পোটলাসহ আল মামুন নামে এক মাদক কারবারীকে ধরে নিয়ে যায় বিএসএফ। এসময় বিএসএফের ধাওয়া খেয়ে অপর এক চোরাকারবারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পালিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি।
বেনাপোল চেকপোস্টের বিজিবি‘র এক কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করলেও কোন বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন কুমার ভক্ত জানান, বিএসএফ মাদকের চালানসহ মামুন নামে এক চোরাকারবারীকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন তারা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এইচএ