বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি কোর্সের ফাইনাল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোছা. মহিমা আক্তারকে (২০) পটুয়াখালীর বাউফলে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টার দিকে মহিমাকে বাউফল উপজেলা সদরের নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন
শিক্ষক ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও একই প্রতিষ্ঠানের সপ্তম সেমিষ্টারের ৬২ শিক্ষার্থীকে দেওয়া হয় বিদায় সংবর্ধনা ।
মহিমা এ বছর নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউট থেকে চার বছর মেয়াদি কোর্সের ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব দেখান।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী। এতে সভাপতিত্ব করেন নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি এম কে আর হাসনাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক প্রমুখ।
দেশসেরা শিক্ষার্থী মহিমা আক্তার বলেন, ‘তিনি একজন আদর্শ মানুষ হতে চান।’ এ জন্য তিনি সবার দোয়া কোমনা করেন।
এআই