এইমাত্র
  • মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধান উপদেষ্টা
  • সেনাবাহিনী জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান
  • দেশে স্টারলিংক ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু ৯ এপ্রিল
  • এনসিপির দুই নেতার ফেসবুকে পোস্ট, দলে অসন্তোষ
  • দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ
  • যশোরে বৈষম্য বিরোধী ছাত্র নেতার সীলে ভিজিএফ'র ভুয়া কার্ড
  • রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে
  • নিজ বাড়ি থেকে সাবেক মার্কিন অ্যাটর্নির মরদেহ উদ্ধার
  • মার্চের ২২ দিনে এল ২৪৩ কোটি ডলার
  • ঈদযাত্রায় বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ৯ ট্রেন
  • আজ সোমবার, ৯ চৈত্র, ১৪৩১ | ২৪ মার্চ, ২০২৫
    দেশজুড়ে

    চু্য়াডাঙ্গায় বিয়ের আসরেই নব বধূকে তালাক দিলেন বর!

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম

    চু্য়াডাঙ্গায় বিয়ের আসরেই নব বধূকে তালাক দিলেন বর!

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৪, ১১:০৪ পিএম

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামে বিয়ের আসরেই নব বধুকে তালাক দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চ‌ল্য সৃ‌ষ্টি ক‌রে‌ছে আসিপ রহমান (২২) না‌মে এক বর।

    রবিবার (১৬ জুন) কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিপুরন বাবদ অবশ্য নব বধুকে ৭৫ হাজার টাকা দেনমোহরানা সহ মোট সোয়া ৫ লাখ টাকা গচ্ছা দিতে হয়েছে বরকে। বর জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান (২২)।

    পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, র‌বিবার (১৬ জুন) বিকালে জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের শমসের আলির ছেলে আসিপ রহমান পাশ্ববর্তী দামুড়হুদা উপজেলা দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের মৃত মিজানুর রহমানের মেয়ের সাথে বিবাহ করার জন্য বর সহ প্রায় অর্ধশত বর যাত্রীরা আসে। খাওয়া শেষে সন্ধ্য়ায় বিবাহের কাজ শেষ হওয়ার পর পরই নতুন বরের খালাতো বোন বিয়ের আসরে এসেই অভিযোগ করেন তার সাথে ৮ মাস আগে আ‌সি‌পের বিবাহ সম্পন্ন হয়েছে। বলার সাথে সাথে বিয়ের আসরেই ত্রিমুখি সংঘর্ষ শুরু হয়। এ‌তে বর, নববধু, বরযাত্রী ও আগের দাবিকরা স্ত্রী সহ প্রায় ৭/৮ জন আহত হয়। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘঠনাস্থলে পৌ‌ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    প‌রে গ্রাম সা‌লিশ সভায় মাতব্বররা বিয়ের আসরেই বসে নববধুর দেনমোহরানার ৭৫ হাজার টাকা সহ ক্ষতিপুরন বাবদ সাড়ে ৪ লাখ টাকা বরকে পরিশোধ করার নির্দেশ দেন। এবং বিয়ে পড়ানোর একই কাজী দিয়ে সাথে সাথে তালাক সম্পন্ন করানো হয়।

    দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার এস আই ফাহিম হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ ছাড়া গত ৮ মাস আগে দামুড়হুদার জয়রামপুর গ্রামের বাসিন্দা বরের খালাতো বোনের সাথে যে বিবাহ হয়েছিল বলে অভিযোগ ছিল, সেই মেয়েটিই তার বৈধ প্রথম স্ত্রী। প্রথম স্ত্রীর পিতা বুধবার (১৯ জুন) দর্শনা থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…