এইমাত্র
  • ব্যাটারিচালিত ভ্যান-থ্রি হুইলার থেকে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ
  • স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড
  • বৃষ্টির দিনে নিরাপদে থাকতে যা করবেন
  • ভৈরবে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত
  • কাউখালীতে ১২ লক্ষ টাকার সরকারি গাছ কাটার অভিযোগ
  • মালয়েশিয়ায় বিমানবন্দরে রাসায়নিক লিকেজ, অসুস্থ ২০
  • চিংড়ির সাসলিক তৈরির রেসিপি
  • জামালপুরে হু হু করে বাড়ছে পানি, ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, পদ ৫০
  • ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার পরিক্ষার্থী, বহিষ্কার ৪৩
  • আজ বৃহস্পতিবার, ২০ আষাঢ়, ১৪৩১ | ৪ জুলাই, ২০২৪
    বিনোদন

    হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে নৃত্যপরিচালক আজিজ রেজা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম

    হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে নৃত্যপরিচালক আজিজ রেজা

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৪, ০৬:১১ পিএম

    ঢাকাই সিনেমার নৃত্য পরিচালক আজিজ রেজা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আরেক নৃত্য-পরিচালক হাবিব রহমান।

    তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নৃত্য-পরিচালক আজিজ রেজার চিকিৎসা চলছে। সেখানে সফলভাবে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। হার্টে একটি রিং পরানো হয়েছে। এখন সিসিইউতে আছেন।

    আজিজ রেজার বোন টুকু রেজা বলেন, সকালের দিকে বৃষ্টি দেখে ভাইয়া নিজ হাতে বাজার করে আনেন ভুনা খিচুড়ি রান্না করবেন তাই। আমাকে আসতে বলেছিলেন। এরপর উনি তখন ওনার ফ্ল্যাটে একা বিশ্রাম নিচ্ছেছিলেন। কিছুক্ষণ পর তিনি আমাকে ফোন করে বলেন, তার বুকে ব্যাথা করছে। আমি দ্রুত তার বাসায় যাই। গিয়ে তাকে নিচে শোয়া পাই। প্রথমে তার বুকে মালিশ করি তার কথা মতো। এরপর আমার এক কাজিনের সঙ্গে যোগাযোগ করে ভাইয়াকে হাসপাতালে নিয়ে আসি সকাল সাড়ে ১১টার দিকে।

    তিনি জানান, তাকে দ্রুতই হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ব্লক ধরা পড়ে। ডাক্তাররা সঙ্গে সঙ্গে তার হার্টে দুটি রিং পরিয়ে দেন। বর্তমানে তাকে সিসিইউ ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    টুকু রেজা বলেন, ভাইয়ার জ্ঞান ফিরেছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

    আজিজ রেজা এখন পর্যন্ত ১ হাজার ৯৬টি গানের কোরিওগ্রাফি করেছেন। ঢালিউডের অসংখ্য কাজের বাইরেও টালিউডেও তিনি কাজ করেছেন। আরেক নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাত ধরে আজিজ রেজা চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রসিয়া বন্ধু সিনেমায় তিনি আমির হোসেন বাবুর সহকারী হিসেবে কাজ করেন।

    পরে এককভাবে চলচ্চিত্রে নৃত্য নির্দেশনা দেন এম এ মালেক পরিচালিত তুফান মেঘ চলচ্চিত্রে। এ সিনেমাটিই তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তোলে। নৃত্য পরিচালনায় আজিজ রেজার কর্মপরিধি দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত হয়েছে। কলকাতার ১৯টি সিনেমায় তিনি নৃত্য পরিচালনা করেছেন। নৃত্য নিয়েই তিনি পৃথিবীর একুশটির বেশি দেশে ভ্রমণ করেছেন। আজিজ রেজার হাত ধরে অনেক নায়ক নায়িকা চলচ্চিত্রে প্রবেশ করেন। তাদের মধ্যে রয়েছেন দেশের নম্বর ওয়ান নায়ক শাকিব খানও।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…