এইমাত্র
  • বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ভৈরবে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
  • ব্রাজিলের পিছু ছাড়ছে না ‘সেভেন’
  • যুক্তরাষ্ট্রে বেসমেন্ট থেকে ২৫০ বছর পর তাজা ফল উদ্ধার!
  • ঝিনাইদহে ১ হাজার সরকারি গাছ উপড়ে ফেললো দুর্বৃত্তরা
  • লালমনিরহাটে হাজারও ভক্তের অংশগ্রহনে আনন্দ উৎসবে রথযাত্রা অনুষ্ঠিত
  • মুহাম্মদ ইউসুফ থেকে দিলীপ কুমার হয়ে ওঠার গল্প
  • রাজপরিবারে ফিরছেন প্রিন্স হ্যারি ভাঙছে হ্যারি ও মেগানের সংসার
  • ফোন ট্র্যাকিং হচ্ছে কি না যেভাবে বুঝবেন, বন্ধের উপায়
  • আম্বানিদের বিয়েতে যাদের দেখা যেতে পারে
  • আজ রবিবার, ২৩ আষাঢ়, ১৪৩১ | ৭ জুলাই, ২০২৪
    দেশজুড়ে

    কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

    কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ০৭:৩৬ পিএম

    দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চায় উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী সভা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ।

    এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নুরে আলম, কিশোরগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) নির্বাহী প্রকৌশলী ঋতেশ বড়ুয়া, শিক্ষাবিদ খালেদা ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল, প্রমুখ উপস্থিত ছিলেন। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন ভূইয়া।

    দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন, কিশোরগঞ্জ-এর সার্বিক সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় সদর উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।

    ‘ক’ গ্রুপ- দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইন যথেষ্ট। ‘খ’ গ্রুপ- মূল্যবোধ দেশ প্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে। বিজয়ী দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থায় মূখ্য ভূমিকা রাখতে পারে। এসব বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    প্রতিযোগিতায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জয়িতা বিশ্বাস। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

    পিএম

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…