এইমাত্র
  • জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ
  • শাহীন চাকলাদারের ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা
  • মানুষের কল্যাণে কাজ করুন, উপদেষ্টাদের রিজভী
  • বহুল প্রতিক্ষীত দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু উদ্বোধন আগামীকাল
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা-সকাল ৭টা সেচ কার্যক্রম চালানোর অনুরোধ
  • এবার যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি
  • সাংবাদিককে ফাঁসানোর চেষ্টাকারী মাদকের সেই দিদারুলকে ‘স্ট্যান্ড রিলিজ’
  • কাঠগড়ায় কাঁদার পর হাসতে হাসতে হাজতখানায় যান সাবেক মন্ত্রী শাজাহান
  • রমজানের প্রথম ১০ দিনে ৩৩ ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ
  • ময়মনসিংহে ছদ্মবেশে থাকা নারীসহ আরাকান আরসার ৪ সদস্য আটক
  • আজ মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩১ | ১৮ মার্চ, ২০২৫
    খেলা

    এই গ্রহের সেরা দল ভেবে নিজেদের সান্ত্বনা দিচ্ছে ব্রাজিল!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

    এই গ্রহের সেরা দল ভেবে নিজেদের সান্ত্বনা দিচ্ছে ব্রাজিল!

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

    সাম্বা নৃত্যের তালে তালে ফুটবল ভক্তদের হৃদয় যুগ যুগ ধরেই জয় করে আসছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা! তার ওপর কিংবদন্তি পেলে থেকে শুরু করে জিকো, কাফু, রবার্তো কার্লোস, রিকার্ডো কাকা, রোনালদো, রোনালদিনহোদের খেলা কিংবা শেষ নেইমার-ভিনিদের খেলাও চোখ জুড়িয়েছে ভক্তদের। সেই ব্রাজিলই যেন এখন বড্ড অচেনা।

    শেষ বিশ্বকাপ জিতেছে ২২ বছর আগে। শেষ ট্রফিও এসেছিল ৫ বছর আগে কোপা আমেরিকায়। তার আগে বড় ট্রফি বলতে সেই ২০১৩ সালে জেতা কনফেডারেশন কাপ।

    সবমিলিয়ে বড় মঞ্চে শিরোপা জেতার জন্য দীর্ঘ অপেক্ষায় ব্রাজিল। গত ২২ বছরে এতগুলো বিশ্বকাপ খেলেও ধরা দেয়নি সোনার হরিণ। গেল বিশ্বকাপে কাতারে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। চলমান কোপা আমেরিকাতেও বিদায় কোয়ার্টার ফাইনাল থেকে। ট্রফি জয় তো দূরে, সেরা চারদলের একটিও হতে পারেনি ব্রাজিল। মাঠের পারফরম্যান্সও চরম হতাশ করেছে ভক্তদের।

    তাই তো কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর তুমুল সমালোচনায় ভাসছে ব্রাজিল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ট্রলের শিকারের পাশাপাশি ব্যক্তিগতভাবেও আক্রমণের শিকার হচ্ছেন ফুটবলাররা।

    দলের এই হতাশার সময়ে খেলোয়াড়দের উজ্জীবিত করতে সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এক ভিডিও বার্তায় ব্রাজিলের ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়গুলো তুলে ধরেছে তারা।

    বিশেষ মুহূর্তগুলো তুলে ধরার পাশাপাশি ভিডিওতে বলা হয়. ‘এবারই নয়। তারা আগেও আমাদের শেষ ঘোষণা করেছিল। তবে বিশ্বাস করুন, আমরা আবারও জিতবো। আমরা এই গ্রহের সবচেয়ে সফল দল। পরাজয়ও আমাদের ইতিহাসের অংশ। আমরা যতবার জিতেছি, তার চেয়ে বেশি হেরেছি। এটা পরিসংখ্যান—আমরা ৫টি বিশ্বকাপ জিতেছি এবং হেরেছি ১৭টি। পরাজয়ই আমাদের ইতিহাস তৈরি করেছে। তারা একাধিকবার আমাদের শেষ দেখে ফেলেছে। কিন্তু মানুষ দেখেছে কে ছড়ি ঘুরিয়েছে! এক, দুই...পাঁচবার।’

    একে একে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা নয়। ব্রাজিল সেটা করেছে। তাদের ফুটবলে দুঃসময় এসেছে। সেটাকে দুমড়ে মুছড়ে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। আবারও চলছে দুঃসময়ের স্রোত। এই স্রোত সামলে আবারও ইতিহাস গড়বে সেলেসাওরা। আপাতত সেই অপেক্ষায় ব্রাজিল ভক্তরা।

    এমএইচ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…