কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা।
বুধবার (১০ জুলাই) দুপুরে শহরের চক বাজার থেকে মিছিলটি শুরু হয়ে গোডাউন রোড এলাকায় গিয়ে শেষ হয়। জেলা যুবদলের ব্যানারে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ন আহবায়ক সৌরভ হোসেন বুলু, মহিউদ্দিন বিটু পাটোয়ারী, টিপু সুলতান সহ জেলা যুবদলের সহ যুবদলের বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ৯ জুলাই বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় যুবদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নুরুল ইসলাম নয়নের নাম উল্লেখ করা হয়।
এআই