রাজধানীর মহাখালীতে অবরোধ তুলে নিলেও এখনও রাজধানীর গুরুত্বপূর্ণ ফার্মগেট মোড় অবরোধ করে রেখেছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১০ জুলাই) সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর আগে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ একইদিন দুপুর ১২টার দিকে কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায়ে এক মাসের স্থিতাবস্থা দেন।
ফার্মগেটে রাস্তা অবরোধ করে রাখা শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারে নির্বাহী বিভাগের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন তারা। বিকেল সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফার্মগেটের সব কটি পয়েন্টে রাস্তা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে বুধবার সারা দেশে দিনভর বাংলা ব্লকেড-এর ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বুধবার থেকে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’
এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে শুরু করেন শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।