এইমাত্র
  • চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
  • ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
  • শোলাকিয়া ঈদগা মাঠে জঙ্গি হামলার ৯ বছর, বিচারে ধীরগতি
  • ইসরাইলের আগ্রাসনে গাজায় ফের বাস্তুচ্যুত ৭ লাখ ফিলিস্তিনি
  • গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
  • ২ বছর ধরে প্রতিদিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আছে ইরানের
  • টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল
  • কেনিয়াতে সরকার বিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১
  • সদ্য বরখাস্ত রুশ মন্ত্রীর মরদেহ মিলল গাড়ির ভেতর, শরীরে গুলির চিহ্ন
  • সাবেক প্যানেল মেয়র বাহার ৪ মামলায় কারাগারে
  • আজ মঙ্গলবার, ২৪ আষাঢ়, ১৪৩২ | ৮ জুলাই, ২০২৫
    দেশজুড়ে

    দিনাজপুরে খানসামায় নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

    দিনাজপুরে খানসামায় নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম
    ছবি সংগৃহীত

    দিনাজপুরের খানসামা উপজেলায় বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পার হতে গিয়ে নদীতে পড়ে দুই যুবক নিখোঁজ হয়েছেন।

    শনিবার (১৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার ভাবকি ইউনিয়নের আগ্রা এলাকার বাঘার মোড়ে বেলান নদীর ওপর নির্মিত রাবারড্যাম পারাপারের সময় এ ঘটনা ঘটে।

    নিখোঁজ হওয়া দুজন হলেন- ওই ইউনিয়নের আগ্রা এলাকার পাইকপাড়ার তরণী কান্ত রায়ের ছেলে বঙ্গকেশর রায় ও একই এলাকার জিতেন্দ্রনাথ রায়ের ছেলে জয়ন্ত রায়।

    স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিক কাজ থেকে ফেরার পথে দুজন রাবারড্যাম পারাপারের সময় পা পিছলে বেলান নদীতে পড়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে উদ্ধারের চেষ্টা করলেও সক্ষম হয়নি। পরে খানসামা ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

    খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবু সায়েম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছি। রাবারড্যামের কারণে একটু স্রোত বেশি। এ কারণে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। আমরা আশা করছি তারা এলে উদ্ধার করতে সক্ষম হবো।

    খানসামা থানার ওসি মো. মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। তবে ফায়ার সার্ভিসের কোনো ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজে তারা অংশ নিতে পারেনি। এছাড়া নদীতে পানির খুব স্রোত ছিল। তবে রংপুর থেকে ডুবুরি আসলে হয়তো উদ্ধার কাজ শুরু করা হতে পারে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…