ইন্টারনেট সচল ও ব্যাংক গুলোতে নতুন এলসি খুলতে পারায় এবং ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। জানা গেছে, পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা ।
হিলি বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, এই বন্দর দিয়ে ভারত থেকে দুটি (ইন্দোর ও নাসিক) জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে বর্তমানে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারি (ট্রাক সেল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮২ টাকা। যা দুদিন আগে ৮৮ টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত ৫ থেকে ৭ টাকা কমে ৮০ থেকে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৮৪ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ৯০ টাকা দরে বিক্রি হয়েছিল। অন্যদিকে খুচরা বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি স্থলবন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালান। নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা বেশ কম। কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে ভারতের ৪০শতাংশ এবং বাংলাদেশের ১০ শতাংশ শুল্কের কারণে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত মাত্রায় কমেছে না। এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে তিন হাজার ৮০০ টন।
এবি