মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মুক্তিযোদ্ধা আহাদ মিয়া থেকে ৬২ হাজার দুইশত, এবং মুক্তিযোদ্ধা আব্দুস সালাম থেকে এক লাখ চার হাজার টাকা দুই মুক্তিযোদ্ধার কাছ থেকে বিভিন্ন বিকাশ নম্বরে হাতিয়ে নেয় হ্যাকার চক্র।
মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ও মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ মিয়া দুই জনই উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন অধিবাসী। হ্যাকার চক্রের শিকার দুই মুক্তিযোদ্ধা জানান ওই ইউনিয়নের ৩ নং ও ৮নং ইউপি সদস্য তাদেরকে জানান ইউএন ও আপনাদের ফোন দিয়েছে। ইউপি সদস্যের দেয়া ফোন নাম্বারে মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কথা বলেন। একই ফোনে হ্যাকার চক্রের এক সদস্য মুক্তিযোদ্ধা আহাদকে বলেন আমি ইউএন ও বলছি। মুক্তিযোদ্ধা বিস্তারিত না জেনে হ্যাকার চক্রের সদস্যদের দেয়া একাধিক মোবাইল নাম্বারে ৬২ হাজার ২০০ টাকা, আব্দুস সালাম একই এক লক্ষ চার হাজার টাকা বিকাশ মাধ্যমে প্রেরণ করে।
দুই মুক্তিযোদ্ধা টাকা দেয়ার পর বুঝতে পারেন তারা হ্যাকার চক্রের স্বীকার হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে মৌখিকভাবে অবগত করেন এবং গজারিয়া থানায় হ্যাকার চক্রের দেয়া মোবাইল নাম্বার উল্লেখ করে জিডি করা হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান বিষয়টি আমি অবগত হয়েছি। সকল মুক্তিযোদ্ধাদেরকে সতর্ক করা হয়েছে। যেহেতু হ্যাকার চক্র আমার পরিচয় ব্যবহার করেছে। আমি নিজে একটি জিডি করেছি এবং দুই মুক্তিযোদ্ধাকে থানায় জিডি করতে বলা হয়েছে। হ্যাকার চক্র সদস্যদের কে ধরার ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমআর