এইমাত্র
  • সমন্বয়ক রাফিকে শেষ করে দেওয়ার হুমকি ছাত্রলীগের সাবেক নেতা রব্বানীর
  • ছাদ ভেঙ্গে আহত বলিউড তারকা অর্জুন কাপুর
  • ‘টেসলা’র ধাক্কায় গুরুতর জখম অভিনেত্রী মেহের আফরোজ শাওন
  • 'পিনিক'র পোস্টারে খাঁচায় বন্দি চিত্রনায়িকা শবনম বুবলী
  • সারা রাত শুটিং করতেও কষ্ট লাগে না: জান্নাতুল সুমাইয়া হিমি
  • নিখোঁজের সাতদিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
  • ‘সংস্কারের নামে বিরাজনীতিকরণের দুরভিসন্ধি দেখতে চাই না’
  • কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫
  • রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু
  • রোহিত শর্মাকে অধিনায়ক করে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    আমন চাষের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে কৃষক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম

    আমন চাষের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে কৃষক

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০২:৩৭ পিএম

    দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষকেরা চলতি আমন মৌসুমে ধান রোপনের খরচ যোগাতে হিমশিম খেয়ে যাচ্ছেন। বোরো আবাদের তুলনায় আমন চাষে তেমন খরচ কম না হলেও র্বতমানে খরাপূর্ণ আবহাওয়ায় কোনো বৃষ্টিপাত না হওয়ায় কৃষকদের সেচের পানি কিনে জমি চাষ করতে হচ্ছে। অপর দিকে সার ও কৃষাণ খরচ বাড়ায় অতিরিক্ত ব্যায় করতে হচ্ছে কৃষকদের। অতিরিক্ত উৎপাদন খরচের বোঝা মাথায় নিয়েই আমন চাষ করছেন চাষিরা।

    উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত অনেক জমিতে পানির অভাবে অনাবাদি পড়ে রয়েছে। অনেক কৃষক সেচের পানির দাম বেশি হওয়ায় জমি চাষ করতে পারছেন না।

    উপজেলার খানপুর ইউনিয়নের ন্যাটাশন গ্রামের কৃষক পাথরাজ জানান, সার ও সেচের দাম বাড়ার ফলে চাষাবাদের খরচও বেড়েছে। ধানজুড়ী মিশনের অধীনস্থ গভীর নলকূপে গত ইরি-বোরো মৌসুমে প্রতি বিঘা জমিতে সেচের দাম দিতে হয়েছে বিঘা প্রতি ১৮শ' টাকা।

    একই ইউনিয়নের বেলপুকুর গ্রামের কৃষক বাবু পাহান জানান, তিনি মকছেদুল ও ইউপি চেয়ারম্যানের বাবা নবিন্দ্রনাথ পাহান এবং ভাই হিতেন পাহানের নলকূপের এরিয়াতে উঁচু নিচু মিলিয়ে মোট ১৪ বিঘা জমিতে ধান আবাদ করেন। চলতি মৌসুমে বিঘা প্রতি সেচের জন্য অগ্রিম ১ হাজার টাকা নিয়ে পানি দিচ্ছেন নলকূপ মালিকরা। এবং পরবর্তীতে বৃষ্টি না হলে আরো ৫শ' টাকা করে দিতে হবে বলেও জানান তিনি। গত ইরি মৌসুমে নলকূপের অধীনস্থ উঁচু নিচু জমিতে ১৮’শ থেকে ২৫’শ টাকা করে আদায় করা হয়েছে।

    ন্যাটাশন গ্রামের আরেক কৃষক জানান, গত ইরি-বোরো মৌসুমে বরেন্দ্র সেচ এলাকার কৃষকদের পানি নিতে বিঘা প্রতি জমির প্রকার ভেদে ২ হাজার থেকে ৩ হাজার ২’শ টাকা পর্যন্ত খরচ হয়েছে। এর মধ্যে অপারেটর র্চাজ (হ্যান্ডেল ভাড়া) বাবদ ৮শ' করে নেওয়া হয়েছে এবং এই মৌসুমে ঘন্টায় ২শ' টাকা করে পানি দাম নিচ্ছে।

    বর্তমানে এক বিঘা জমি চাষে মোট খরচ হচ্ছে প্রায় সাড়ে ৯ হাজার টাকা। তাতে আমন মৌসুমে ধান পাওয়া যাবে ১২-১৪ মণ। ধান কাটা মৌসুমে ধানের মূল্য থাকে ৯০০-১১০০ টাকা মণ। সে হিসাবে ধানের উৎপাদন খরচই উঠবে না। এমন অবস্থায় কৃষকের পক্ষে চাষাবাদ চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে পড়বে।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ কমল রায় জানান, এবার বিরামপুর উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছে। এ পর্যন্ত প্রায় ২৫ ভাগ জমিতে আমন চারা রোপনের পর পানির অভাবে রোপন কাজ ব্যাহত হচ্ছে। সেচ যন্ত্র চালু করে জমিতে পানি সেচ দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ও সেচ পাম্প মালিকদের তাগাদা দেওয়া হয়েছে।

    এআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…