এইমাত্র
  • মামলা দ্রুত নিষ্পত্তিতে সিভিল প্রসিডিউর কোড সংশোধন হচ্ছে: আইন উপদেষ্টা
  • পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ
  • ভারতে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪
  • ইসরায়েলের প্রতি কোনো দয়া নয়: খামেনি
  • আজ যেমন থাকবে রাজধানীর আবহাওয়া
  • ঘোড়াঘাটে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫
  • সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
  • মাদক সেবন করে নাচানাচি: মুচলেকায় ৩৭ জনের মুক্তি
  • পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২
  • আজ শনিবার, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ | ১৪ জুন, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, সিলেট প্রেরণ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

    শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, সিলেট প্রেরণ

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম

    হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের অলিপুরে রাসেল মার্কেটের ব্যবসায়ী শফিকুল ইসলাম টনুকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুপুরে এ ঘটনাটি ঘটে।

    জানা যায়, ব্যবসায়ী শফিকুল ইসলাম টনু ফুরকান আলীর কাছে টাকা পাওনা ছিল। এ নিয়ে ফুরকান আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন টনু। এর জেরে দুপুরের মার্কেটের সামনে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার সময় সুরাবই গ্রামের সৈয়দ ছমির আলীর পুত্র ফুরকান আলীসহ তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

    পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

    ব্যবসায়ীরা জানান, সৈয়দ ফুরকান আলী দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন করে অলিপুর রাসেল মার্কেটের একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাদেরকে নানান ভাবে নির্যাতন করে।

    ওই মার্কেটের ব্যবসায়ী আবুল ফারুক, সফিল মিয়া ও দুলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করায় ফুরকান আলীর বিরুদ্ধে মামলাও দায়ের করেন তারা। এমন কি ব্যবসায়ীদের মামলায় তিনি একাধিক বার জেলও কেটেছেন।

    উল্লেখ্য, ফুরকান আলীর বিরুদ্ধে একাধিক ব্যবসায়ীরা চাঁদাবাজিসহ নির্যাতনের শিকার হয়ে মামলা দায়ের করে। পুলিশ তাকে বার গ্রেফতার করে একাধিকবার কারাগারে পাঠান। ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন যেন বন্ধই হচ্ছে না।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…