এইমাত্র
  • টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ফরিদপুরে নিখোঁজের একদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার
  • এক বছর পর মাঠে ফিরলেন নেইমার
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে'

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম

    'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে'

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৫৬ এএম

    বিগত ১৫ বছরের গুম খুনের হোতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

    তিনি বলেন, বিগত পনের বছর বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডসহ যে সমস্ত গুম ও খুনের ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নেই। ক্ষমতা আকঁড়ে ধরে রাখার জন্য বিগত মাফিয়া সরকারের প্রধান শেখ হাসিনা নির্বিচারে এই গুম ও খুনের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বাংলার মাটিতে তাঁর বিচার কার্যকর করতে হবে।

    শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের কাচারি বাজার এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সাগর হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বর্তমান সরকারের উদ্দেশ্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা সমাজ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ক্ষণে ক্ষণেই মাথাচাড়া দিয়ে উঠছে। এদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

    জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমনের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার তাঁর বিরুদ্ধে বানোয়াট মিথ্যা মামলা দায়ে করে দন্ডিত করেছে। এতে বিচারকদের জিম্মি করে রায় ঘোষনা করানো হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হোক। অন্যথায় এদেশের ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

    জনসভায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক মিলনের সভাপতিত্বে বিএনপি নেতা ফারুক হোসেন ও আব্দুর রশিদের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম ভূইয়া ও রতন আকন্দ, বিএনপি নেতা সৈয়দ শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল আলম শামীম, পেশাজীবী নেতা কৃষিবিদ ড. মাহাবুবুর রশিদ গোলাপ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার ও যুবদল নেতা তোফাজ্জাল হোসেনসহ প্রমূখ।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…