এইমাত্র
  • টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ফরিদপুরে নিখোঁজের একদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার
  • এক বছর পর মাঠে ফিরলেন নেইমার
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    বিনোদন

    শিল্পীর কাজ দলাদলি করা নয়, দর্শক মনে জায়গা করে নেওয়া: নুসরাত ফারিয়া

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম

    শিল্পীর কাজ দলাদলি করা নয়, দর্শক মনে জায়গা করে নেওয়া: নুসরাত ফারিয়া

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পিএম

    গণঅ্যভ্যুত্থানের মুখে রাজনৈতিক পট পরিবর্তনের পর কটাক্ষের শিকার হচ্ছেন আওয়ামীপন্থী বলে পরিচিত তারকারা। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে মুখ খুললেন তিনি।

    দেশের পট পরিবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আপনাকে নিয়ে ট্রল হয়েছে অনেক, দেখেছেন নিশ্চয়ই? এমন প্রশ্নে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‌'চোখে তো পড়েছে, খারাপও লেগেছে। তবে কাকে কী বলব! আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?'

    যোগ করে তিনি আরও বলেন, 'আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। ওই যে বললাম, শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।'

    এই রাজনৈতিক পটপরিবর্তনকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।'

    প্রসঙ্গত, নতুন কাজ নিয়ে পরিকল্পনা করছেন নুসরাত ফারিয়া। আগের মিউজিক ভিডিওগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। রয়েছেন কাজে ফেরার অপেক্ষায়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…