এইমাত্র
  • টাঙ্গাইলে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ফরিদপুরে নিখোঁজের একদিন নদী থেকে শিশুর লাশ উদ্ধার
  • এক বছর পর মাঠে ফিরলেন নেইমার
  • 'চাপাবাজীর অস্কার অনন্য মামুন পাবেন', বলছেন শাকিব ভক্তরা
  • রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল
  • ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ
  • শেখ হাসিনার পদত্যাগ মীমাংসিত, বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
  • শেখ হাসিনা কীভাবে পদত্যাগ করেছেন, জানালেন আসিফ মাহমুদ
  • শুরু হলো বরবাদ'র শুটিং, শাকিব খান যোগ দেবেন কবে?
  • মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ১১ মরদেহ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    সন্ত্রাসী হামলার শিকার চেয়ারম্যান আবদুল খালেক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

    সন্ত্রাসী হামলার শিকার চেয়ারম্যান আবদুল খালেক

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ পিএম

    কক্সবাজার আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক চৌধুরী।

    সোমবার (২১ অক্টোবর) সকাল সোয়া দশটার দিকে জজ কোর্ট প্রাঙ্গনে হামলার শিকার হন তিনি। পরে অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

    চেয়ারম্যান খালেক চৌধুরী মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেজপুর এলাকার মৃত আবু বক্করের ছেলে।

    আহত চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, পেশাগত কাজ শেষে আমি জজ কোর্ট থেকে ফিরছিলাম। এ সময় এবি পার্টি জেলার সাবেক নেতা মহেশখালীর মৌলভীকাটা এলাকার আব্দুল জব্বারের ছেলে অ্যডভোকেট নুরুল ইসলাম অতর্কিতভাবে আমার গতিরোধ করে শার্টের কলার ধরে চোর চোর বলে হামলা চালায়।

    এ সময় হামলায় অংশ নেন নাছির উদ্দিন হত্যা মামলার আসামী মুকবেকী খুশিয়ার পাড়া এলাকার মৃত আছদ আলীর ছেলে নুরুল হক, সিরাজুল ইসলাম প্রকাশ সিরু ডাকাত, নুরুল ইসলাম, আব্দুল গফুর, আবুল কাশেম আমাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কিল ঘুষি, লাথি মারতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্যান্য আইনজীবীরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা সেবা শেষে আমি আইনজীবী সমিতিতে অভিযোগ দিয়েছি।

    তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে অ্যাডভোকেট নুরুল ইসলামের সাথে আমার পূর্বশত্রুতা ছিল। আজ সুযোগ বুঝে তারা আমাকে অর্তকিত হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়ার কথা জানান চেয়ারম্যান খালেক।

    জানতে চাইলে অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম বলেন, আমিও শোনেছি কিছু লোক চেয়ারম্যান আব্দুল খালেককে হামলা করেছে। তাকে হামলার বিষয়টি আমি জানিও না। আমার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ আনছেন। অথচ ঐ সময় আমি চেম্বারে ছিলাম।

    জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম ছিদ্দিক বলেন, বিষয়টি আমি শোনেছি লিখিত অভিযোগ পলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…