এইমাত্র
  • ডুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড.মোহাম্মদ জয়নাল আবেদীন
  • রাষ্ট্রপতিকে অপসারণ না করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা: ফরহাদ মজহার
  • প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা পেলেন পাকিস্তানের এমপিরা
  • গাজা থেকে ফিরেই ট্রমায় ভুগে আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনারা
  • আগামী প্রজন্ম নিরাপদ সড়ক উপহার দিতে ব্যর্থ হবে না: সড়ক উপদেষ্টা
  • রাষ্ট্রপতির বক্তব্য হঠাৎ কেন বদলে গেল, প্রশ্ন নজরুল ইসলামের
  • আইনজীবীদের কাছে ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
  • ঘুসের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্টের ২০ বছরের কারাদণ্ড
  • এবার হাসান মাহমুদের জোড়া আঘাতে ভাঙল জুটি
  • আরব আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    আইন-আদালত

    জামায়াতের নিবন্ধন: আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আজ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

    জামায়াতের নিবন্ধন: আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আজ

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

    রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।সুপ্রিম কোর্টের কার্যতালিকায় আজ এটি ২ নাম্বারে রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি হবে।

    জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ১ সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানির জন্য এদিন ধার্য করে আপিল বিভাগ ।

    এর আগে বিচারপতি মো. আশফাকুল ইসলামের চেম্বার আদালতে বিষয়টি উপস্থাপন করা হলে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ধার্য করে দেন তিনি। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আপিল বিভাগের চেম্বার কোর্টে আবেদন করা হয়েছে।

    এর আগে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল গত বছরের ১৯ নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আপিলকারীপক্ষে কোনো আইনজীবী না থাকায় ওইদিন আপিল বিভাগ ওই আদেশ (ডিসমিসড ফর ডিফল্ট) দেন। আপিলটি পুনরুজ্জীবিত চেয়ে দলটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আবেদন করেন, যা ২ সেপ্টেম্বর আপিল বিভাগের চেম্বার জজ আদালতে শুনানির জন্য ওঠে।

    প্রসঙ্গত, ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী।

    তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…