এইমাত্র
  • মেসির শরীরে লাগানো ক্যামেরায় লাইভস্ট্রিম হবে ম্যাচ!
  • বাবা-মা হারা তিন শিশুর কাঁধে ‘ঋণের বোঝা’
  • রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • বৃহস্পতিবারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধে আলটিমেটাম
  • গণমাধ্যমকে ফ্যাসিবাদের দালালমুক্ত করতে ১৫ দিনের আল্টিমেটাম
  • ব্যারিস্টার সুমন প্রতারণা করে এমপি হয়েছে: পিপি
  • মার্কিন নির্বাচনের আগে শেষ চেষ্টা চালাতে ইসরায়েলে অ্যান্টনি ব্লিঙ্কেন
  • আগরতলায় সমাবেশের প্রস্তুতি নিয়ে যা বলছে আওয়ামী লীগ
  • রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  • মিরপুর টেস্টে ২য় দিনে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ
  • আজ মঙ্গলবার, ৭ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম
    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

    রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা

    মো. কাওসার, রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:২০ পিএম

    রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাঙামাটি বিআরটিএ সার্কেলের উদ্যোগে রাঙামাটি রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোবাইদা আক্তার।

    এসময় রাঙামাটি বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ট্রাফিক পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ, মোটরযান পরিদর্শক মো. সালাহউদ্দিন, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ মল্লিক, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি মো আফসার সহ সংশ্লিষ্টরা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনা রোধে চলাচলের পদ নিরাপদ করতে নিজেদের আগে সচেতন হতে হবে। মানতে হবে ট্রাফিক আইন৷ জনসচেতনতা বৃদ্ধি করতে প্রশিক্ষণ ও প্রচারণা বাড়াতে হবে। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত সন্তানদের বাইক কিনে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন থাকতে হবে। এছাড়াও সড়কের বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা । পাশাপাশি তারা এর সম্ভাব্য বিভিন্ন সমাধানের বিষয়ে আলোকপাত করেন। জেলার বিভিন্ন স্থানে যানজট ও এর কারণ এবং নিরসন নিয়েও বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

    দিবসটির এবারের প্রতিপাদ্য "ছাত্র জনতার অঙ্গিকার, নিরাপদ সড়ক হোক সবার"।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

    এইচএ

    মো:কাওসার।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…